শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার দশকেও খুঁজে পেলাম না নেতৃত্ব হারানোর কারণ : গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: [২] দুর্দান্ত ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সিরিজ জিতিয়েছিলেন সুনীল গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয়ের পরও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বলা হয়নি কারণ। গাভাস্কারের মনে এখনও মাঝে মাঝে প্রশ্ন জাগে, তখন কেন তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

[৩] দেশের মাটিতে ছয় ম্যাচের সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। গাভাস্কার চার সেঞ্চুরিতে ৯১.৫০ গড়ে করেছিলেন ৭৩২ রান। সিরিজে আর কারও রান ছয়শও স্পর্শ করেনি। কিন্তু সিরিজের পরপরই গাভাস্কারকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনকে। সোমবার মিড-ডেতে নিজের কলামে গাভাস্কার লেখেন, নেতৃত্ব হারানোর কারণ গত চার দশকেও তিনি খুঁজে পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সিরিজ জিতেছিল, সিরিজে ৭০০ এর বেশি রান করেছিলাম আমি, এরপরও আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি এখনও এর কারণ জানি না।

[৪] একটি কারণ কেবল অনুমান করতে পারি, ক্যারি প্যাকার ওয়ার্ল্ড সিরিজে যোগ দেওয়ার প্রস্তাবের ব্যাপারে খোলামেলা কথা বলতাম। যদিও সেই সিরিজে নির্বাচিত হওয়ার আগেই আমি বিসিসিআইয়ের চুক্তিতে সই করেছিলাম।- জি নিউজ

[৫] গাভাস্কার ওই সিরিজে অধিনায়কত্ব পেয়েছিলেন বিষেণ সিং বেদির জায়গায়। আগের সিরিজে বেদির নেতৃত্বে পাকিস্তানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। বাঁহাতি স্পিনার বেদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকেই নাকি বাদ দিতে চেয়েছিলেন নির্বাচকরা। গাভাস্কারের দাবি, তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত দলে রাখা হয় বেদিকে।

[৬] পাকিস্তানে সিরিজ হারের পর বেদির জায়গায় আমি অধিনায়ক হলে নির্বাচকরা সরাসরি তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিল। আমি যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম, তিনি এখনও দেশের সেরা বাঁহাতি স্পিনার। একরকম অনিচ্ছা সত্তে¡ও তারা তাকে প্রথম টেস্টের দলে নিতে রাজি হয়।

[৭] এক সিরিজ পরই অবশ্য নেতৃত্ব ফিরে পেয়েছিলেন গাভাস্কার। ১৯৭৯-৮০ মৌসুমে দেশের মাটিতে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। -বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়