শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার দশকেও খুঁজে পেলাম না নেতৃত্ব হারানোর কারণ : গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: [২] দুর্দান্ত ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সিরিজ জিতিয়েছিলেন সুনীল গাভাস্কার। ১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই টেস্ট সিরিজ জয়ের পরও তার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু বলা হয়নি কারণ। গাভাস্কারের মনে এখনও মাঝে মাঝে প্রশ্ন জাগে, তখন কেন তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

[৩] দেশের মাটিতে ছয় ম্যাচের সেই সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল ভারত। গাভাস্কার চার সেঞ্চুরিতে ৯১.৫০ গড়ে করেছিলেন ৭৩২ রান। সিরিজে আর কারও রান ছয়শও স্পর্শ করেনি। কিন্তু সিরিজের পরপরই গাভাস্কারকে সরিয়ে অধিনায়কত্ব দেওয়া হয় শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনকে। সোমবার মিড-ডেতে নিজের কলামে গাভাস্কার লেখেন, নেতৃত্ব হারানোর কারণ গত চার দশকেও তিনি খুঁজে পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত সিরিজ জিতেছিল, সিরিজে ৭০০ এর বেশি রান করেছিলাম আমি, এরপরও আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি এখনও এর কারণ জানি না।

[৪] একটি কারণ কেবল অনুমান করতে পারি, ক্যারি প্যাকার ওয়ার্ল্ড সিরিজে যোগ দেওয়ার প্রস্তাবের ব্যাপারে খোলামেলা কথা বলতাম। যদিও সেই সিরিজে নির্বাচিত হওয়ার আগেই আমি বিসিসিআইয়ের চুক্তিতে সই করেছিলাম।- জি নিউজ

[৫] গাভাস্কার ওই সিরিজে অধিনায়কত্ব পেয়েছিলেন বিষেণ সিং বেদির জায়গায়। আগের সিরিজে বেদির নেতৃত্বে পাকিস্তানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। বাঁহাতি স্পিনার বেদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকেই নাকি বাদ দিতে চেয়েছিলেন নির্বাচকরা। গাভাস্কারের দাবি, তার হস্তক্ষেপে শেষ পর্যন্ত দলে রাখা হয় বেদিকে।

[৬] পাকিস্তানে সিরিজ হারের পর বেদির জায়গায় আমি অধিনায়ক হলে নির্বাচকরা সরাসরি তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিল। আমি যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম, তিনি এখনও দেশের সেরা বাঁহাতি স্পিনার। একরকম অনিচ্ছা সত্তে¡ও তারা তাকে প্রথম টেস্টের দলে নিতে রাজি হয়।

[৭] এক সিরিজ পরই অবশ্য নেতৃত্ব ফিরে পেয়েছিলেন গাভাস্কার। ১৯৭৯-৮০ মৌসুমে দেশের মাটিতে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। -বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়