শিরোনাম
◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি ◈ ক্রিকেটার সূর্যকুমারকে নিয়ে মন্তব্য করে বিপদে খুশি মুখোপাধ্যায়, অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা ◈ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায় নেমেছে ◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা

আব্দুল্লাহ মামুন : [২] বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৮ জুন, রবিবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উরসেলবরুনেনগাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর। সঞ্চালনা করেন সদস্য সচিব রুমী দাস সাহা।

[৩] অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী লেখক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সিলর ভলফগাং উইনিংগার।

[৪] বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সহধর্মিণী সালমা জাফর, বাংলাদেশ দূতাবাস ভিয়েনার উপ-প্রধান রাহাত বিন জামান, জাতিসংঘের ভিয়েনাস্থ দপ্তরের কর্মকর্তা ড. মজিবুর রহমান, ডা. মনিকা বেগ, সাবেক কর্মকর্তা ড. শহীদ হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি এমরান হোসেন, মিজানুর রহমান শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরোজ, সাইফুল ইসলাম জসিম, ইমরুল কয়েছ, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক নয়ন হোসেন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সভাপতি জাফর ইকবাল বাবলু, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি মনোয়ার পারভেজ, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কন্ঠ শিল্পী নাহিদ খান সুমী প্রমুখ।

[৫] রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর তার বক্তব্যে বলেন, ‘গত ৫ বছর ৭ মাস আমি আপনাদের সঙ্গে আছি। আমি সর্বাত্তক চেষ্টা করেছি আপনাদের সেবা দিতে। জানিনা কতটুকু সেবা দিতে পেরেছি। মানব সেবা করার ভাগ্য সবার হয় না। আল্লাহ্ মেহেরবানিতে আমি এই সুযোগ পেয়েছিলাম। আমি সর্বদা চেষ্টা করেছি আপনাদের সমস্যা সমাধানের।

[৬] দায়িত্ব পালনকালে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের কূটনৈতিক দক্ষতা, সাংগঠনিক কর্মতৎপরতা ও চারিত্রিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ‘আপনার স্মৃতি কখনো ভুলতে পারবো না। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং তার সহধর্মিণী সালমা জাফরকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়