সাইফুদ্দিন আহমেদ নান্নু : প্রতিদিন কোভিড-১৯ সংক্রান্ত প্রেসব্রিফিংয়ে কতোজনের পরীক্ষা হলো, কতোজন পজেটিভ, কতোজন নেগেটিভ, কতোজন মৃত্যুবরণ করলেন, তাদের মধ্যে কতোজন নারী, কতোজন পুরুষ, তাদের বয়স কতো,আমেরিকার অবস্থা কী, চীনে সংক্রমণ বাড়ল কি কমলো সবই বলা হয়। কিন্তু কোনোদিন বলা হয় না কেভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত দেশের বড় বড় হাসপাতালে কতোগুলো আইসিইউ আছে, কোন হাসপাতালে কয়টি আইসিইউবেড খালি আছে, কোন হাসপাতালে খালি নেই। ব্রিফিংয়ে কোনোদিন বলা হয় না, কোন হাসপাতালে করোনা রোগীর জন্য নির্ধারিত মোট সাধারণ বেডসংখ্যা কতো। কোন হাসপাতালে কয়টা বেডখালি আছে বা খালি নেই। এই ঘোষণা বা তথ্য সাধারণ মানুষকে জানানো জরুরি, এতে হয়রানির হাত থেকে মানুষ বাঁচবে। আর কিছু না হোক, নিত্যদিনের ব্রিফিংয়ের একঘেয়েমি দূর করার জন্য হলেও বলা দরকার
ফেসবুক থেকে