সাদ্দাম হোসেন : [২] ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরের মৃতু হয়।
[৩] রোববার (২৮ জুন) সন্ধ্যায় স্থানীরা ৩ ঘণ্টার খোঁজাখুঁজির পর ওই দুই কিশোরদের মরদেহ উদ্ধার করা হয়।
[৪] নিহতরা হলেন- রনহট্টা গ্রামের আলমের ছেলে হামিদুর রহমান (১৫) ও নারগুন গ্রামের সোহাগে ছেলে রহিত (১২)।
[৫] স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার গন্দর ব্রীজ এলাকায় ১০-১২জন বন্ধু নিয়ে ফুটবল খেলছিলো। খেলা শেষে গোসল করতে গন্দর ব্রিজ থেকে ঝাঁপ দেয় হামিদুর ও রহিতসহ ৫জন। প্রবল স্রোতে হামিদুর ও রহিত ডুবে যায় তারা। কিছুক্ষণ পর হামিদুরের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ৩ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকালে রহিতকে মৃত অবস্থায় উদ্ধার করে।
[৬] এঘটনায় স্বজনরা জানায়, রহিত রনহট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। অপর জন এই বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।
[৭] ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরএ ঘটনা নিশ্চিত করেছেন। সম্পাদনা : হ্যাপি