সমীরণ রায় : [২] বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ পাটকলগুলো খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় এসে আদমজি ছাড়া কয়েকটি বন্ধ কারখানা চালুও করেছিলেন। কিন্তু বিশ্বব্যাংকের দোসর সরকারের কিছু মন্ত্রী ও আমলা ষড়যন্ত্র করে পাটকল বন্ধ করতে চাইছে। এটা বিএনপি-জামায়াত সরকারের নীতিমালার অনুকরণ।
[৩] তারা বলেন, বিজেএমসি’র মাথাভারী প্রশাসন, দুর্নীতিবাজ কর্মকর্তারা পাটক্রয়ে অনিয়ম করেছে। তারা মৌসুমে উৎপাদিত পাট পণ্য বিপণনে কোনো ভূমিকা রাখেনি। এদের কারণেই পাটশিল্প লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পাটকল বন্ধ করে কথিত গোল্ডেন হ্যান্ডসেক দ্বারা শ্রমিকদের বিদায় করা অমূলক।
[৪] তারা আরও বলেন, করোনাকালে সরকারি প্রতিষ্ঠান বন্ধ ও শ্রমিকদের চাকুরিচ্যুত করা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তিনগুণ শ্রমিক ছাঁটাই করবে। তাই পুরানো যন্ত্রাংশ ফেলে উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ সংযোজন করে পাটকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরে জোর দাবি জানান তারা।
[৫] রোববার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব