শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নতুন কোভিড-১৯ আক্রান্ত ৪৪জন

[১] বগুড়া প্রতিনিধি: [২] শনিবার পরীক্ষা করা ২৭০টি নমুনার ফলাফল ৪৪জনের পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ রবিবার সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে।

[৩] বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়ায় সরকারী বে-সরকারি পিসিআর ল্যাব থেকে ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৩২জনের পজিটিভ এসেছে। বে-সরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল, পিসিআর ল্যাবে ৮২টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১২টি। অত্র জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭১৩জন। করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হওয়ায় এ জেলায় মৃত্যুর সংখ্যা ৪৮জন। নতুন করে আরও সুস্থ হয়েছেন ৩০জন । ফলে করোনায় সুস্থতার সংখ্যা ৩৫২জন।

[৪] নতুন আক্রান্ত ৪৪ জনের মধ্যে ২৯জন পুরুষ, ১৩নারী, ২জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২২জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ১০জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৯জন এবং ৭০ বছরের উপরে একজন রয়েছেন।

[৫] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, শজিমেক ও টিএমএসএসের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজিটিভ ৪৪জনের মধ্যে সদরে ২৩ জন। এছাড়া শেরপুরে ৮জন, শাজাহানপুরে ৪জন, ধুনটে ৬জন, আদমদীঘিতে ২জন এবং দুপচাঁচিয়ায় ১জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদেরকে বাড়ীতে রেখে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়