হাবিবুর রহমান, নাইক্ষ্যংছড়ি : [২] নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনর্চাজের তত্বাবধানে অভিযান চালিয়ে ৩ কারবারীসহ আটক করলেন ইয়াবার বড় একটি চালান।
[৩] শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ঘুমধুম পশ্চিম পাড়া থেকে এ সব উদ্ধার করেছেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আলমগীর হোসেন।
[৪] প্রত্যক্ষর্দশী সূত্র জানায়, ঘুমধুম নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৭ জুন সন্ধ্যায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩ ইয়াবা ব্যবসায়ীর মধ্যেও এধরনের পেশাজীবী রয়েছে। এদের দু’জন সমাজ কর্মি অপর ১ জন এনজিও কর্মি। আটক হওয়া ইয়াবার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
[৫] পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র দাবী করেন, বদি আলম সহ অপর ২ আসামী র্দীঘদিন ধরে এ ব্যবসায় জড়িয়ে পড়ে। তাদের ২ গড়ফাদার রয়েছে। তারা সরকার দলের নাম পরিচয় দিয়ে এবং প্রভাব খাটিয়ে এসব করলেও কেই মূখ খুলতে পারেনি এতোদিন। আর তারা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির নেতাও বটে। এ কারণে ঘুমধুম এখন ইয়াবার রাজ্য। এখন সময় এসেছে এ সব প্রতিরোধের। গড়ফাদারদের আইনের আওতায় নিয়ে আসার।
[৬] নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন বলেন, তিনি যোগদানের প্রথম দিন ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে বলেছিলেন মাদক ব্যবসা আর না। এ বিষয়ে তিনি আপষ করবেন না কারও সাথে । তাই তার বাহিনীকে তিনি পুরো উপজেলায় স্ট্যান্ডভাই রেখেছেন সেদিন থেকে। আর তারই ফলশ্রুুুতিতে এবং তত্ত্বাবধানে ৩ ইয়াবা ব্যবসায়ী সহ প্রায় অর্ধলক্ষ পিচ ইয়াবা উদ্ধার করেন তিনি। সম্পাদনা : হ্যাপি