শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ওষুধ তৈরির দাবি, বাবা রামদেবের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : [২] করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের বিখ্যাত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেবসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সঙ্গে রামদেবের কোম্পানির উদ্ভাবিত করোনার ওষুধ ‘করোনিল’র সব প্রচারণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

[৩] গতকাল শুক্রবার জয়পুরের জ্যোতিনগর থানায় ওই মামলাটি করা হয়েছে।

[৪] ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতিনগর পুলিশ স্টেশনে রামদেবসহ পতঞ্জলির এমডি আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ ভার্শনে, এনআইএমএস চেয়ারম্যান বলবীর সিং তোমর এবং ডিরেক্টর অনুরাগ তোমরের বিরুদ্ধে ভুল প্রচার চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়। জ্যোতিনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

[৫] গত মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে ধুমধাম করেই করোনার ওষুধ বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন আলোচিত যোগগুরু রামদেব।

[৬] পতঞ্জলির তরফে জানানো হয়, ‘করোনিল ও শ্বাসরি’ নামের দুটি ওষুধ কোভিড রোগীদের ওপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সুস্থতার হার ১০০ শতাংশ বলে জানায় কোম্পানি।

[৭] এমনকি রামদেব দাবি করেন, দীর্ঘ গবেষণার পরই আয়ুর্বেদকে কাজে লাগিয়ে ওষুধটি তৈরি করা সম্ভব হয়েছে। এতে তিন থেকে সাত দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন করোনায় আক্রান্ত ব্যক্তি।

[৮] কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই শোরগোল ফেলে দেয় গোটা দেশে। সেখানকার স্থানীয় মন্ত্রী তড়িঘড়ি ওই ওষুধ সম্পর্কে বিস্তার তথ্য চেয়ে নোটিস পাঠিয়েছে পতঞ্জলিকে। সেইসঙ্গে এই ওষুধ সংক্রান্ত সমস্ত রকম বিজ্ঞাপন বন্ধ করারও নির্দেশ দিয়েছেন তিনি।যুগান্তর, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়