শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ২৮ জুন, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের ভাইস প্রেসিডেন্ট তালিকার শীর্ষে কামালা, ভাল ও সুসানের নাম থাকা উচিত !

রাশিদ রিয়াজ : [২] রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট আলেক্সান্ডার ও ডেভিড বি কোহেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস, ফ্লোরিডার রিপ্রেজেনটেটিভ ভালদেজ ভেনিটা ডেমিংস ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইচের নাম ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ভাইস প্রেসিডেন্টের তালিকার শীর্ষে দেখতে চান। সিএনএন

[৩] প্রেসিডেন্ট হিসেবে তার পছন্দ ‘রানিংমেট’ নির্বাচনের ক্ষেত্রে কাজ করে। বাইডেন কি চাইবেন একজন শক্তিশালী ভাইস প্রেসিডেন্ট যিনি প্রতিপক্ষকে দাঁতভাঙ্গা জবাব দিতে পারবেন। ভোটারদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়চিত্ত থাকবেন।

[৪] ভাইসপ্রেসিডেন্ট হিসেবে কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিলে তা ভোটারদের মধ্যে প্রতীকী প্রতিনিধিত্ব ও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হয়ে ডেমোক্রেটদের সম্পর্কে ইতিবাচক হবে কারণ যুক্তরাষ্ট্র জুড়ে জাতিগত অশান্তি ও বিক্ষোভ চলছে।

[৫] ‘কাউন্টারব্যালান্সিং’, বিভ্রান্তি দূর করার দক্ষতা, ভূকৌশলগত উপলব্ধি অনুসারে তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত গ্রহণে পারদর্শিতার বিষয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে অন্যান্য দিক। এজন্যে প্রার্থীর বয়স, লিঙ্গ, সক্ষমতা, ধর্ম বিবেচ্য। উদার ও রক্ষণশীল উভয়ের সঙ্গে যোগসূত্র গড়ে তোলায় বিচক্ষণতা আরেক দিক।

[৬] ভাইস প্রেসিডেন্ট হিসেবে শহর ও গ্রামাঞ্চলে, বিভিন্ন বর্ণের ভোটার যারা ইলেক্টোরাল কলেজসহ বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী বিবেচনায় চুলচেরা সিদ্ধান্ত নেন তাদের কতটা নিপূণভাবে টানতে পারবেন তা আরেক বিষয়। কারণ বিশাল সংখ্যক আফ্রিকান-আমেরিকান ভোটার ছড়িয়ে আছে শার্লট, ক্লেভল্যান্ড, ডেট্রয়েট, মিয়ামি, মিলওয়াকি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন রাজ্যে।

[৭] প্রেসিডেন্টের উপলব্ধির সঙ্গে কতটা মিল রেখে চলতে পারবেন ভাইস প্রেসিডেন্ট তাও ভোটারদের আস্থার বিষয়। সঠিক উত্তরাধিকারী হিসেবে ভোটার তার উপরেই আত্মবিশ্বাস পেয়ে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়