শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা 

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংকটকে নতুন বিশ্ব গড়ে তোলার সুযোগ হিসেবে গ্রহণ করতে আহ্বান ড. ইউনূসের

শাহীন খন্দকার : [২] ‘সামার অব পারপাস’ শিরোনামে জার্মানির মিউনিখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সামাজিক ব্যবসা দিবস’। উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস কোভিড-১৯ ভ্যাকসিনকে বৈশ্বিকভাবে জনগণের সম্পত্তিতে পরিণত করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ পৃথিবী গড়ে তোলার ওপর জোর দিয়ে বলেছেন, এই ভ্যাকসিনের প্যাটেন্টের ওপর কারও একক অধিকার থাকবে না। তথ্য সৃুত্র: বাংলাদেশ প্রতিদিন ,কালের কন্ঠ।

[৩] কোভিড-১৯ বৈশ্বিক মহামারি ভ্যাকসিনের উৎপাদন স্থানীয় পর্যায়ে করারও আহ্বান জানান তিনি। ঢাকার ইউনূস সেন্টার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রতি বছরের মতো এ বছরও বৈশ্বিকভাবে পালিত হচ্ছে দিবসটি। তবে ‘কোভিড-১৯’ এর কারণে আয়োজনের বড় অংশটাই হচ্ছে ভার্চুয়াল স্পেসে। মিউনিখের অনুষ্ঠানের ইভেন্টগুলোর ভিডিও ক্লিপ উপস্থাপন করা হবে এবং স্যাটেলাইটে বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব।

[৪] এ বছরের সামাজিক ব্যবসা দিবসে কোভিড-১৯ দুর্যোগ-পূর্ববর্তী পৃথিবীতে যে বৈষম্যমূলক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি ছিল, সেই পৃথিবীতে ফিরে যাওয়ার বিপদ সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে। উদ্বোধনী দিনে প্রফেসর ইউনূস এক বক্তৃতায় ‘কিছুতেই আবার ফিরে না যাওয়া’র একটি দৃঢ় নীতি ঘোষণা করেছেন।

[৫] সম্মেলনে জার্মান রাজনৈতিক নেতা জার্মান ফেডারেল পার্লামেন্টের প্রেসিডেন্ট ওলফগাং শয়েবলে, বাভেরিয়ার প্রধানমন্ত্রী ড. মার্কাস সোয়েডার, বাভেরিয়ার ডিজিটাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিমন্ত্রী জুডিথ গেরলখ এবং মাই-কালেকটিভের প্রতিষ্ঠাতা ড. অ্যাঙ্গেলমেইয়ের বিশেষ বার্তা দেন।

[৬] আলোচনায় মানবাধিকার, গ্রহ হিসেবে পৃথিবীর নিজস্ব অধিকার, মূল্যবোধ-চালিত ব্যক্তিগত লক্ষ্য বিষয়ক সংলাপ, খেলাধুলাকে মহামারী চলাকালেও কীভাবে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, কোভিড-১৯ ভ্যাকসিনকে কীভাবে একটি বৈশ্বিক সর্বসাধারণের সম্পত্তিতে পরিণত করা যায় ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ‘রি-ইমাজিনিং এ বেটার ইউরোপ ইন ২০২৫’ বিষয়ক দুটি বিশেষ সেশনও পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়