শিরোনাম
◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ খাতে বেসরকারি কোম্পানিগুলো ১০বছরে হাতিয়ে নিয়েছে ৫১,১৫৭ কোটি টাকা : ব্যারিস্টার রুমিন ফারহানা

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপির এই সংসদ সদস্যের প্রশ্ন, সরকারি পৃষ্ঠপোষকতায় এমন হরির লুট দুনিয়ার আর কোথায় হয়? কিন্তু এই কোম্পানিগুলো কোন বিদ্যুৎ উৎপাদন করেইনি। তিনি বলেন, অথচ এর সামান্য কিছু ব্যয় করে একটি শক্ত লকডাউন কার্যকর করলে দেশের মানুষের জীবনে আজ এই বিপর্যয় নেমে আসতো না।

[৩] রুমিন ফারহানা বলেন, প্রয়োজন না থাকলেও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে বিদ্যুৎ না নিয়েও বছরে হাতে গোনা কয়েকজন মানুষকে ক্যাপাসিটি চার্জ হিসেবে ৯ হাজার কোটি টাকা দেয়া হয়েছে, এই টাকা তার মাত্র চার গুণ। এটা দিয়ে ৮ কোটি মানুষকে দুই মাস ভরণপোষণ করানো যেত।

[৪] তিনি বলেন,, করোনার সময় কাজ হারিয়ে আগেই দারিদ্র্য সীমার নিচে থাকা এবং নতুন করে দারিদ্র হয়ে পড়া মানুষ মিলিয়ে সর্বমোট প্রায় ৮ কোটি মানুষের দুই কোটি পরিবারকে দুই মাসে ৫০০০ টাকা করে মোট ১০০০০ টাকা দিলে প্রয়োজন হতো ২০ হাজার কোটি টাকা। সাথে আর ১৫০০০ কোটি টাকা যুক্ত করলে দুই মাস এদের চাল এবং ডালের যোগান দেয়া যেত। এই সাহায্য দিয়ে মানুষকে কোন রকমে বাঁচিয়ে রাখা যেত। কিন্তু সাকুল্যে এই ৩৫ হাজার কোটি টাকা সরকার খরচ করেনি।

[৫] শনিবার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়