শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইলের অরুয়াইলে প্রকাশ্যে চলছে অবৈধ দখল

আরিফুল ইসলাম, সরাইল : [২] ঐতিহ্যবাহী তিতাস ও মেঘনা নদীকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার গুরুত্বপূর্ণ অরুয়াইল বাজার নানা কারণে দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। ইতোমধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে বিশাল হাওরের উপর দিয়ে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়ক নির্মাণ হওয়ার পর বিশেষ করে অরুয়াইল ও পাকশিমুল এই দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের জীবনযাত্রার মান আরো বৃদ্ধি পেয়েছে।

[৩] অরুয়াইল বাজার এলাকায় জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় সুযোগে একটি শক্তিশালী 'ভূমি খেকো' সিন্ডিকেট দল। তারা সরকারি জায়গা অবৈধ দখলের পর সেখানে দোকানপাট নির্মাণ করে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এই অবৈধ দখলে ভূমি সিন্ডিকেট সদস্যদের সহযোগিতা করেছে এখানকার বিভিন্ন সময়ে আসা অসাধু ভূমি অফিসাররা।

তবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খোলার সাহস পাচ্ছে না। সেখানকার অবৈধ দখলের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে জোরেশোরে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেও অজানা কারণে পরে তা নীরব হয়ে যায়।

[৪] অতীতে প্রশাসনের একাধিক কর্মকর্তা অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়ে উল্টো দখলদারত্বের দায়ের করা মামলায় তাঁরা হয়রানির শিকার হয়েছেন। ফলে, যারা দায়িত্ব নিয়ে এসেছিলেন, তাঁরা তেমন জোরালো ভূমিকা নেননি।

[৫] স্থানীয়রা জানান, প্রশাসনের চোখের সামনেই সরকারি জমি একের পর এক দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালী। অবৈধ দখলের পর প্রভাবশালীরা এসব সরকারি জমিতে স্থায়ী ভবন ও দোকানপাট নির্মাণ করেছে। সরকারের চোখ ফাঁকি দিতে অসাধু ভূমি অফিসারদের ম্যানেজ করে কিছু জমি লিজ দেয়ার ব্যবস্তা করে।

[৬] অরুয়াইল বাজার এলাকায় প্রায় ৯’শ ব্যবসা প্রতিষ্ঠান এবং বহু আবাসিক ভবন গড়ে উঠেছে। চলছে নতুন নতুন স্থাপনা নির্মাণ কাজ। বাজারের পাশ ঘেঁষে বয়ে গেছে তিতাস নদী। প্রভাবশালী সিন্ডিকেট স্থাপনা নির্মাণে একটু একটু করে এখন দখল করছে নদীর জমি।

[৭] অরুয়াইল ইউপি চেয়ারম্যান ও অরুয়াইল বাজার কমিটির সভাপতি এখানে অবৈধ দখলের কথা স্বীকার করে বলেন, “ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে অনেকে অনৈতিক সুবিধা নেয়। যারা অবৈধভাবে সরকারি জমি দখল করে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কোনো রাজনৈতিক পরিচয়কে যেন পাত্তা না দেয়া হয়।

[৮]সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, সরকারি সম্পত্তি যারা দখল করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নেয়া হবে। কোনোভাবেই সরকারি জায়গা দখল করে রাখতে পারবে না। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় কাজ অব্যাহত রেখেছি।

[৯] সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, অরুয়াইল বাজারে সরকারি সম্পত্তিতে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা অভিযান পরিচালনা করবো। কাউকে সরকারি জমি দখল করতে দেয়া হবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা করে দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়