মহসীন কবির : [২] গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত থেকে হিসাব করলে প্রথম ৮৪ দিনে শনাক্ত হয়েছেন ৫০ হাজারের কম (৪৯,৫৩৪ জন বা ৩৮ শতাংশ)। আর চলতি মাসের গত ২৫ দিনে শনাক্ত হয়েছেন বাকি ৮০ হাজার ৯৪০ জন (৬২ শতাংশ)। একইভাবে গত ১৮ মার্চ থেকে প্রথম ৭৪ দিনে মারা গেছেন ৬৭২ জন (৪০.৪৬ শতাংশ)। আর গত ২৫ দিনে মারা গেছেন ৯৮৯ জন (৫৯.৫৪ শতাংশ)। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।
[৩] এদিকে সরকারি নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল বিকেলে জানান, ৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে মোট ১৮ হাজার ২৭৫টি।
[৪] আগের জমা নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে মোট ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত তিন হাজার ৮৬৮ জন (শনাক্তের হার ২০.৯১ শতাংশ)। এ পর্যন্ত মোট শনাক্ত এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন (শনাক্তের হার ১৮.৭২ শতাংশ)। এই ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৭২ শতাংশ।