শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫ দিনে কোভিডে শনাক্তের ৬২ ও মৃত্যুর ৬০ শতাংশ

মহসীন কবির : [২]  গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত থেকে হিসাব করলে প্রথম ৮৪ দিনে শনাক্ত হয়েছেন ৫০ হাজারের কম (৪৯,৫৩৪ জন বা ৩৮ শতাংশ)। আর  চলতি মাসের গত ২৫ দিনে শনাক্ত হয়েছেন বাকি ৮০ হাজার ৯৪০ জন (৬২ শতাংশ)। একইভাবে গত ১৮ মার্চ থেকে প্রথম ৭৪ দিনে মারা গেছেন ৬৭২ জন (৪০.৪৬ শতাংশ)। আর গত ২৫ দিনে মারা গেছেন ৯৮৯ জন (৫৯.৫৪ শতাংশ)। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

[৩] এদিকে সরকারি নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল বিকেলে জানান, ৬৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে মোট ১৮ হাজার ২৭৫টি।

[৪] আগের জমা নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৪৯৮টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে মোট ছয় লাখ ৯৬ হাজার ৯৪১টি। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত তিন হাজার ৮৬৮ জন (শনাক্তের হার ২০.৯১ শতাংশ)। এ পর্যন্ত মোট শনাক্ত এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন (শনাক্তের হার ১৮.৭২ শতাংশ)। এই ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৮ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৩ হাজার ১৩৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৭২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়