শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুৃড়া থেকে অপহৃত স্কুলছাত্রী এক মাস পর উদ্ধার

নীলফামারী প্রতিনিধি: [২] বগুড়ার ধুনট উপজেলায় অপহরণ হওয়া এক স্কুলছাত্রীকে (১৪) প্রায় এক মাস পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নীলফামারী জেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

[৩] অপহৃত কিশোরী উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং গোসাইবাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। প্রেমে সাড়া না দেওয়ায় গত ২৮ মে বিকেলে শাকিল আকন্দ (২১) নামের এক যুবক ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছিলেন বলে তার বাবার অভিযোগ।

[৪] মামলা সূত্রে জানা যায়, উপজেলার চল্লিশপাড়া গ্রামের আল-আমিনের ছেলে শাকিল আকন্দ দীর্ঘদিন ধরে স্কুলছাত্রী রুপা বালাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তাতে সাড়া না দিলে স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকের শাকিল। ফলে স্কুলছাত্রীর বাবা বিষয়টি নিয়ে শাকিলের বাবার কাছে বিচারপ্রার্থী হন। এতে ওই স্কুলছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন শাকিল। একপর্যায়ে ২৮ মে বিকেলে বাড়ির পাশের রাস্তা থেকে শাকিল ও তার সহযোগী সুজন ওই স্কুলছাত্রীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১ জুন শাকিল আকন্দসহ আট জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

[৫] মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বলেন, ‘বৃহস্পতিবার বগুড়া আদালতে স্কুলছাত্রী রুপা বালার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়