শিরোনাম
◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুষের ৫লাখ টাকাসহ ব্রাহ্মণবাড়িয়া হিসাব রক্ষণ অফিসের অডিটর আটক

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] জেলার সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন পাশ করাতে ঘুষ লেনদেন কালে জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটরকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসেব রক্ষণ অফিস থেকে তাদের আটক করা হয়। আটক হিসেব রক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিন।

[৩] এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক সভাপতি হুমায়ুন কবির নামের আরও ৩জনকে ঘুষ প্রদানের অভিযোগে আটক করলেও তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়।

[৪] সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই জানিয়েছেন, জেলা সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন দীর্ঘদিন যাবত বকেয়া ছিল। এনিয়ে মাস্টার রোলে চাকরিরা শ্রমিক-কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করছিলেন ও আদালতে একটি মামলা চলমান ছিল। মামলার রায়ে আমাদের পক্ষে আসে। এরই প্রেক্ষিতে ১কোটি ৭লাখ টাকা বেতন মঞ্জুর হয়। সেই টাকার কিছু অংশ আগেই পাশ হয়ে গেলে আমরা তা পায়। আজ বৃহস্পতিবার ওই টাকার মধ্যে ৪৩লাখ টাকা জেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাশ হওয়ার কথা ছিল। এই কারণে জেলার মাস্টার রোলে কাজ করা শ্রমিক-কর্মচারীরা ৫লাখ টাকা তুলে হিসেব রক্ষণ অফিসে মিষ্টি খেতে দিয়েছে। আমরা সেই টাকা হিসেব রক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিন সাহেবকে দিয়েছি।

[৫] এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তদন্তে প্রমাণিত হলে এই ঘটনায় উর্ধতন কর্মকর্তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

[৬] এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, খবর পেয়ে আমরা হিসাব রক্ষণ অফিসে এসেছি। এসময় আমাদের কাছে একজনকে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই বিষয়ে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়