শিরোনাম
◈ যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আইডিএফের হামলায় নিহত ২৮, আহত কমপক্ষে ৭৭ ◈ আন্তর্জাতিক বাহিনী আসছে গাজায়, নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে হামাস ◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুষের ৫লাখ টাকাসহ ব্রাহ্মণবাড়িয়া হিসাব রক্ষণ অফিসের অডিটর আটক

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] জেলার সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন পাশ করাতে ঘুষ লেনদেন কালে জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটরকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসেব রক্ষণ অফিস থেকে তাদের আটক করা হয়। আটক হিসেব রক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিন।

[৩] এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক সভাপতি হুমায়ুন কবির নামের আরও ৩জনকে ঘুষ প্রদানের অভিযোগে আটক করলেও তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়।

[৪] সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই জানিয়েছেন, জেলা সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন দীর্ঘদিন যাবত বকেয়া ছিল। এনিয়ে মাস্টার রোলে চাকরিরা শ্রমিক-কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করছিলেন ও আদালতে একটি মামলা চলমান ছিল। মামলার রায়ে আমাদের পক্ষে আসে। এরই প্রেক্ষিতে ১কোটি ৭লাখ টাকা বেতন মঞ্জুর হয়। সেই টাকার কিছু অংশ আগেই পাশ হয়ে গেলে আমরা তা পায়। আজ বৃহস্পতিবার ওই টাকার মধ্যে ৪৩লাখ টাকা জেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাশ হওয়ার কথা ছিল। এই কারণে জেলার মাস্টার রোলে কাজ করা শ্রমিক-কর্মচারীরা ৫লাখ টাকা তুলে হিসেব রক্ষণ অফিসে মিষ্টি খেতে দিয়েছে। আমরা সেই টাকা হিসেব রক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিন সাহেবকে দিয়েছি।

[৫] এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তদন্তে প্রমাণিত হলে এই ঘটনায় উর্ধতন কর্মকর্তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

[৬] এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, খবর পেয়ে আমরা হিসাব রক্ষণ অফিসে এসেছি। এসময় আমাদের কাছে একজনকে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই বিষয়ে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়