শরীফ শাওন : [২] গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শ্রমিকরা পাওনা আদায়ে সংক্রমণের উচ্চ ঝুঁকি নিয়ে অবস্থান কর্মসূচী করছেন। লাগাতার অবস্থান কর্মসূচী, শ্রমভবন ঘেরাওসহ প্রেসক্লাবে বিক্ষোভ করার পরও সংকটের সুরাহা করার উদ্যোগ দৃশ্যমান নয়। তাই শ্রমিকরা এ অবস্থানে যেতে চায়।
[৩] বৃহস্পতিবার নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবল কারখানার শ্রমিকরা টানা পাঁচ দিনের অবস্থান কর্মসূচী পালনকালে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, শ্রমিকরা আধপেটা খেয়ে শ্রম ভবনের বারান্দায় পড়ে থাকলেও সরকারের কোন উদ্বেগ নেই।
[৪] জলি তালুকদার বলেন, শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা কারখানা মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য শিল্প পুলিশকে চিঠি দিয়ে দায়িত্ব শেষ করেছেন। অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার তিন দিন অতিবাহিত হলেও মালিকপক্ষকে ধরতে উদ্যোগী হচ্ছে না শিল্প পুলিশ।
[৫] শ্রমিকদের অভিযোগ, ১৩ মাসের বেতন বকেয়াসহ তিন বছরের বিভিন্ন ভাতা বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোন সুফল মেলেনি। শ্রম অধিদপ্তর থেকে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলা হলেও পদক্ষেপ দৃশ্যমান নয়। সম্পাদনা : রায়হান রাজীব