শিরোনাম
◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুটখালী সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত

জিসান আহমেদ, বেনাপোল : [২] যশোর বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) গুুলিতে আল-আমিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটেছে। বিজিবি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

[৪] গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে

[৫] ২১ বিজিবি ব্যাটেলিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে আসছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করারা চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্তে বিজিবি দুই রাউন্ড গুলি চালালে আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলি বিদ্ধ হয়। এসময় বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

[৬] তিনি আরো জানান, গুলিবিদ্ধ আল-আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি তাকে আটক করে জেল হাজতে পাঠায়। জামিনে এসে আবারও সে মাদক ব্যবসা শুরু করে। এলাকায় সে একজন চিহ্ন মাদক ব্যবসায়ী ও তার নামে মাদকের ৪টি মামলা আছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়