শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুটখালী সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত

জিসান আহমেদ, বেনাপোল : [২] যশোর বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) গুুলিতে আল-আমিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটেছে। বিজিবি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

[৪] গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে

[৫] ২১ বিজিবি ব্যাটেলিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে আসছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করারা চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্তে বিজিবি দুই রাউন্ড গুলি চালালে আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলি বিদ্ধ হয়। এসময় বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

[৬] তিনি আরো জানান, গুলিবিদ্ধ আল-আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি তাকে আটক করে জেল হাজতে পাঠায়। জামিনে এসে আবারও সে মাদক ব্যবসা শুরু করে। এলাকায় সে একজন চিহ্ন মাদক ব্যবসায়ী ও তার নামে মাদকের ৪টি মামলা আছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়