শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুটখালী সীমান্তে বিজিবির গুলিতে মাদক ব্যবসায়ী আহত

জিসান আহমেদ, বেনাপোল : [২] যশোর বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিল আনার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) গুুলিতে আল-আমিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটেছে। বিজিবি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

[৪] গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে

[৫] ২১ বিজিবি ব্যাটেলিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালী সীমান্ত দিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে আসছে। এসময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করারা চেষ্টা করলে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্তে বিজিবি দুই রাউন্ড গুলি চালালে আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ী পায়ে গুলি বিদ্ধ হয়। এসময় বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়।

[৬] তিনি আরো জানান, গুলিবিদ্ধ আল-আমিনকে গত এপ্রিল মাসে ২৮ বোতল ফেনসিডিলসহ পুটখালী বিজিবি তাকে আটক করে জেল হাজতে পাঠায়। জামিনে এসে আবারও সে মাদক ব্যবসা শুরু করে। এলাকায় সে একজন চিহ্ন মাদক ব্যবসায়ী ও তার নামে মাদকের ৪টি মামলা আছে বলেও জানান তিনি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়