আব্দুল্লাহ মামুন : [২] সমন্বিত সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া লকডাউনে সাফল্য মিলবে না । এই অর্থনীতিবীদ আরও বলেন, ঢাকা শহরে প্রায় ৮০ শতাংশ এলাকায় রেড জোনের আওতায়, কিন্তু ঢাকার রাস্তায় যানজট, মানুষের আনাগোনা লেগেই আছে। রেডজোন এলাকায় ‘সাধারণ ছুটি’ ঘোষণা করা হয়েছে। যে ছুটিতে মানুষ চলাচল অনেকটা স্বাভাবিক। ফলে লকডাউন দেওয়া, না দেওয়া একই বিষয় হয়ে দাঁড়িয়েছে।
[৩] লকডাউন কার্যকরে সরকারি পদক্ষেপে যদি কোনো সমন্বয় বা বোঝাপড়া না থাকে, বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকে, আন্তরিকতা না থাকে, তাহলে কী লাভ এতোসব করে? যেকোনো সিদ্ধান্ত ঘোষণার আগে বাস্তবায়ন প্রস্তুতি, পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং প্রত্যেক বিষয়ে সমন্বয় থাকতে হবে।
[৪] দেশে ৮ মার্চ প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর আমরা আসলে কী করেছি? সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন ছিলো কী? রাজাবাজারের লকডাউন নিয়ে মাতামাতি করছি কেন? পরীক্ষামূলক বলার কারণ কী?
[৬] কোভিড-১৯ তো এখনই আসেনি। কিন্তু কর্তাব্যক্তিদের ভাবসাব দেখে মনে হয়, এ বিষয়ে কিছু জানা নেই তাদের! করোনা মোকাবেলায় স্বাস্থ্যমন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের অবিশ্বাস্যরকম নির্লিপ্ততা দৃশ্যমান। যেন কেউ নেই সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ণের জন্য!