শিরোনাম
◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা ◈ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি ১১ ডিসেম্বর, দেখা যাবে যেভাবে ◈ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ ◈ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অটোমোবাইল খাতে সরকার প্রতিমাসে রাজস্ব হারাচ্ছে ২০ হাজার কোটি টাকা

শরীফ শাওন : [২] অটোমোবাইলস অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (বামা) জানায়, এই শিল্প খাত প্রতিমাসে মুলধন হারাচ্ছে ২ হাজার কোটি টাকা। তাই কোভিড-১৯ সংকট মুহুর্তে ২ দাবি জানিয়েছে বামা।  মহামারির কারণে আগামী এক বছর শুল্কমুক্ত সুবিধায় যন্ত্রাংশ আমদানির সুযোগ দিতে হবে। এছাড়াও চীন বা ভারত থেকে লাইট ট্রাক এনে পিকআপ হিসেবে নিবন্ধন করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

[৩] মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বামা’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও সাবেক সভাপতি হাফিজুর রহমান খান এ দাবি জানায়। তারা বলেন, রপ্তানি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে আমদানির জন্য ডলারের ঘাটতি পড়বে।

[৪] হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল উৎপাদন করে দেশের ৮০ শতাংশ চাহিদা পূরণ ও বিদেশে রপ্তানি হচ্ছে। মোরটরসাইকেলের শুল্ক কর বাবদ সরকার প্রতিবছর ২ হাজার কোটি টাকা আহরণ করে।

[৫] ইফাদ অটোস’র ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, ট্রাক আমদানিতে প্রতিবছর ভ্যাট শুল্ক বাবদ সরকার ২ হাজার ৫শ’ কোটি টাকা আয় করে। এছাড়াও নিবন্ধন, ফিসটেস, নবায়ন, রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ফি বাবদ বিপুল রাজস্ব আদায় করে।

[৬] র‌্যাংগস মটর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, দেশে ৬০ হাজার বাস চলাচল করে, যা আমদানি প্রক্রিয়ায় প্রতিবছর সরকার ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়