শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অটোমোবাইল খাতে সরকার প্রতিমাসে রাজস্ব হারাচ্ছে ২০ হাজার কোটি টাকা

শরীফ শাওন : [২] অটোমোবাইলস অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (বামা) জানায়, এই শিল্প খাত প্রতিমাসে মুলধন হারাচ্ছে ২ হাজার কোটি টাকা। তাই কোভিড-১৯ সংকট মুহুর্তে ২ দাবি জানিয়েছে বামা।  মহামারির কারণে আগামী এক বছর শুল্কমুক্ত সুবিধায় যন্ত্রাংশ আমদানির সুযোগ দিতে হবে। এছাড়াও চীন বা ভারত থেকে লাইট ট্রাক এনে পিকআপ হিসেবে নিবন্ধন করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

[৩] মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বামা’র সভাপতি আব্দুল মাতলুব আহমাদ ও সাবেক সভাপতি হাফিজুর রহমান খান এ দাবি জানায়। তারা বলেন, রপ্তানি যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে আমদানির জন্য ডলারের ঘাটতি পড়বে।

[৪] হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল উৎপাদন করে দেশের ৮০ শতাংশ চাহিদা পূরণ ও বিদেশে রপ্তানি হচ্ছে। মোরটরসাইকেলের শুল্ক কর বাবদ সরকার প্রতিবছর ২ হাজার কোটি টাকা আহরণ করে।

[৫] ইফাদ অটোস’র ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ বলেন, ট্রাক আমদানিতে প্রতিবছর ভ্যাট শুল্ক বাবদ সরকার ২ হাজার ৫শ’ কোটি টাকা আয় করে। এছাড়াও নিবন্ধন, ফিসটেস, নবায়ন, রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স ফি বাবদ বিপুল রাজস্ব আদায় করে।

[৬] র‌্যাংগস মটর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, দেশে ৬০ হাজার বাস চলাচল করে, যা আমদানি প্রক্রিয়ায় প্রতিবছর সরকার ২ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়