শিরোনাম
◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৭:৪০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লক্ষ্মীপুরে সিভিল সার্জনসহ কোভিড-১৯ এ আক্রান্ত ৬০৮

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৯১২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে জেলা সিভিল সার্জন, চিকিৎসক, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ৬০৮ জনের করোনা পজিটিভ এসেছে।

[৩] এছাড়া ২৭৬ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ১১ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৩১৯ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

[৪] সোমবার লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা.মো. আব্দুল গাফ্ফার চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন থেকে তিনি জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সকালে ঢাকার আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

[৫] মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.আনোয়ার হোসেন।

[৬] তিনি জানান, সিভিল সার্জন আবদুল গফফার গত তিনদিন অসুস্থ ছিলেন৷তাকে ঢাকার আনোয়ার খাঁন মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। ওই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়