সমীরণ রায় : [২] আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, অনুমোদনহীন টিআরপি গ্রহণযোগ্য নয়। টিআরপি যারা করছে তারা কোথা থেকে অনুমতি নিয়েছে, কে তাদেরকে লাইসেন্স দিয়েছে, এটি অনেকের প্রশ্ন। কারণ দেশে টিআরপি নির্ধারণের জন্য সরকারের অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নেই।
[৩] তথ্যমন্ত্রী বলেন, আগে ক্যাবল নেটওয়ার্কে টিভির সিরিয়াল সামনের দিকে রাখার জন্য অশুভ প্রতিযোগিতা ছিল। সেটি বন্ধ করেছি।
[৪] তিনি বলেন, এটকো, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবং অন্যান্য অংশীজন যারা আছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে শৃঙ্খলা নিয়ে আসবো।
[৫] অনৈতিক ওয়েবসিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ওয়েবসিরিজ, সিনেমা বা যেকোনো কিছু নির্মাণ ও প্রচার করার ক্ষেত্রে আমাদের কৃষ্টি, সংস্কৃতি ও মূল্যবোধের দিকে খেয়াল রাখতে হয়। বিশ্বের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমাদের সংস্কৃতিকে অবজ্ঞা করা সমীচীন নয়। এটি আইনানুযায়ী দন্ডনীয়।
[৬] তথ্যমন্ত্রী বলেন, যেসব সার্ভিস প্রোভাইডার এ ধরনের ওয়েজসিরিজ প্রচার করার সুযোগ করে দিয়েছে, তাদের কোনো লাইসেন্স আছে কি না, তা খতিয়ে দেখছি। যদি লাইসেন্স না থাকে তাহলেই ব্যবস্থা নেয়া হবে। আর লাইসেন্স থাকলেও তাদের ডোমেইন ব্যবহার করে এ ধরনের অশ্লীলতা প্রচার করা দন্ডনীয় অপরাধ।
[৭] সোমবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব