শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ জুন, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরাইল এলজিইডির সার্ভেয়ার যখন ঠিকাদার!

আরিফুল ইসলাম, সরাইল : [২]ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক সার্ভেয়ারের কর্মকাণ্ড নিয়ে চলছে সমালোচনার ঝড়। শফিকুর রহমান নামের এই সার্ভেয়ার নিজেই একটি নির্মাণ কাজের ঠিকাদারি করছেন। এই কাজে তিনি ব্যাপক অনিয়ম করে চলেছেন। এনিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

[৩] খোঁজ নিয়ে জানা যায়, এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) একটি প্রকল্পের দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে সরাইল উপজেলা পরিষদ। ওই ঠিকাদারকে উপজেলার জয়ধরকান্দি এলাকায় গণঘাটলা নির্মাণের জন্য কার্যাদেশও দেওয়া হয়েছে। এতে উপজেলা পরিষদের এই কাজটি এলজিইডির হয়ে তদারকির দায়িত্বে রয়েছেন সার্ভেয়ার শফিকুর রহমান। ঘাটলার জন্য দরপত্র আহবান ও ঠিকাদার নিয়োগ করা হলেও তা না করে সদ্য সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পথে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়ক কেটে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে উন্নয়নের নামে সরকারের লক্ষাধিক টাকা অপচয় করা হচ্ছে। আর এই কাজটি তদারকির বদলে সরকারি কর্মকর্তা হয়ে উল্টো নিজেই ঠিকাদারি করছেন সরাইল এলজিইডি'র সার্ভেয়ার শফিকুর রহমান।

[৪] আরও জানা যায়, বছরের পর বছর বেহাল অবস্থায় ছিল জেলার সরাইল-অরুয়াইল সড়কটি। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কারে দরপত্র আহবান করে। প্রায় আট কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে পুরো সড়কের তিনভাগে তিনজন ঠিকাদার নিয়োগ করা হয়। নানা জটিলতায় দীর্ঘদিন পর জরাজীর্ণ এ সড়কের সংস্কার কাজ বর্তমানে প্রায় সম্পন্ন হওয়ার পথে। এই সড়কটির যখন কাজ সম্পন্ন হতে যাচ্ছিল, ঠিক তখনই গত পাঁচদিন আগে সরাইল এলজিইডি'র সার্ভেয়ার নিজের দাপটে পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে সড়কটি কেটে ফেলেন। তারপর সেখানে কালভার্ট নির্মাণ শুরু করেন। অথচ এই সড়কটির সংস্কার কার্যাদেশে এ কালভার্ট নির্মাণের কথা কোথাও উল্লেখ নেই। এর ফলে বিপাকে পড়েছেন এই সড়কটির সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার সহ সংশ্লিষ্টরা। কালভার্ট নির্মাণের ফলে সড়কের সেই অংশের সংস্কার কাজ গত এক সপ্তাহ যাবত বন্ধ রয়েছে। শুধু তা ই নয় এই সড়কের শেষপ্রান্তে পাকশিমুল ও অরুয়াইল এলাকার যাতায়াতের সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছেন গত পাঁচদিন যাবত। সড়কটি দিয়ে সেই এলাকায় যান চলাচলও বন্ধ রয়েছে।

[৫] এবিষয়ে জানরে যোগাযোগ করা হলে সরাইল-অরুয়াইল আঞ্চলিক সড়ক কেটে সেখানে কালভার্ট নির্মাণের বিষয়টি জানেন না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। এসময়ে এলজিইডি'র এই নির্বাহী প্রকৌশলী বলেন, আমি কয়েকদিন যাবত অসুস্থ থাকায় সেই সড়কের সংস্কার কাজ সরেজমিন দেখতে যেতে পারছি না। সড়কটির শেষ অংশে সংস্কার কাজ করছেন শাহ সফিকুল ইসলাম নামে একজন ঠিকাদার। গতকাল (শনিবার) সেই ঠিকাদারকে ফোন করে আমি জানতে চেয়েছি, কাজ এখনো শেষ হচ্ছে না কেন? তখন ঠিকাদার আমাকে জানিয়েছে সড়কটির সেই অংশে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এরআগে আমি কিছুই জানতাম না।

[৬] নির্বাহী প্রকৌশলী আরও বলেন, সেই সড়ক সংস্কার কাজে সেখানে কালভার্ট কার্যাদেশে নেই। সেই কালভার্ট যদি এডিবির বরাদ্দের হয় তাহলে উপজেলা পরিষদ ভালো জানে কিভাবে এলজিইডি'র সড়কে এটি নির্মিত হচ্ছে। সার্ভেয়ার শফিকুর রহমান সেখানে কালভার্ট নির্মাণ করতে পারে না। সেই এখতিয়ার তার নেই। তাছাড়া একজন সরকারি কর্মচারী হয়ে ঠিকাদারি কাজে অংশ নেয়া নিয়মবহির্ভূত।

[৭] এ বিষয়ে জানতে চাইলে রোববার সন্ধ্যার পর মুঠোফোনে সরাইল এলজিইডি সার্ভেয়ার শফিকুর রহমান বলেন, আমি সরাইলে প্রায় ১৬ বছর যাবত চাকুরী করছি। তাছাড়া আমি এই জেলার বাসিন্দা। সেই হিসেবে সরাইলের অনেকে আমার কাছে সহযোগিতা চায়। সেই সুবাদে জনস্বার্থে আমি সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুল এলাকায় কালভার্টটি নির্মাণ করে দিচ্ছি। এই কালভার্ট নির্মাণের ব্যয় এডিবির বরাদ্দ থেকে নেওয়া হবে। এ কাজটি ছিল পাকশিমুল ইউপির জয়ধরকান্দি এলাকার। সেখানে বর্ষার পানি আসায় কাজ করানো সম্ভব নই। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামত নিয়ে রেজুলেশন করিয়ে কাজটি এখানে আনা হয়েছে। এ কাজটির ঠিকাদার ছিল ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তি। তার সঙ্গে আলোচনা করেই এখানে কাজটি সম্পন্ন করা হচ্ছে।

[৮] তবে ব্যাপারে উপজেলা পরিষদের নিযুক্ত ঠিকাদার ইসলাম উদ্দিন বলেন, আমার বাড়ি পাকশিমুল-অরুয়াইল ভাটি অঞ্চলে। এখানে কখন কোথায় বর্ষার পানি আসে তা আমি জানি। এডিবির এই টাকায় জয়ধরকান্দি এলাকায় গণঘাটলা নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু ঘাটলার পরিবর্তে এই বরাদ্দে সেই এলাকায় রাস্তায় ইট বিছানোর কথা। সার্ভেয়ার শফিকুর রহমান রেজুলেশন করিয়ে কাজ পরিবর্তনের দায়িত্ব নিয়ে এই বরাদ্দের টাকায় এখন নিজেই এলজিইডির সড়কে কালভার্ট নির্মাণ করছেন। আমাকে তিনি কিছুই জানাননি, আমিও কিছু বলতে পারছি না। কারণ, আমরা (ঠিকাদার) অনেকেই এলজিইডি'র এই দাপুটে সার্ভেয়ারের কাছে জিম্মি।

[৯] অপরদিকে সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুল এলাকা অংশের সংস্কার কাজের ঠিকাদার শাহ সফিকুল ইসলাম বলেন, সড়ক সংস্কার কাজের কার্যাদেশে এখানে কালভার্ট ধরা ছিল না। আমাদের এ কাজের তদারকি কর্মকর্তা হলেন সরাইল এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী ইদ্রিছ সাহেব। কিন্তু এখানে এসে সবকিছুতে খবরদারি করছেন সার্ভেয়ার শফিকুর রহমান। তিনি মনগড়াভাবে আমাদের সড়কের পীচ ঢালাই কাজ বন্ধ করে দিয়ে, এখানে সড়কের মাঝখানে কালভার্ট নির্মাণ শুরু করেছেন। তিনি আমাদের কাছে এই কালভার্ট নির্মাণ বাবদ লাখ টাকাও দাবি করেছেন, কিন্তু আমরা টাকা দেয়নি। সড়ক কেটে এখানে কালভার্ট নির্মাণের কারণে আমাদের কাজ বন্ধ রয়েছে। আমরা চরম ক্ষতির সম্মুখীন।

[১০] সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বলেন, এলজিইডি'র শফিকুর রহমান কয়েকদিন আগে এসে বললো জয়ধরকান্দি এলাকায় এডিবির কাজটি করা সম্ভব হবে না, এই কাজটি পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে করা জরুরি। এতে উপজেলা চেয়ারম্যান সাহেব মত দিয়েছেন বলে সার্ভেয়ার শফিক আমাকে জানিয়েছে। পরে তাদের সবার মতামতের ভিত্তিতে আমিও এতে মত দিয়েছি। কিন্তু শফিক সরকারি কর্মচারী হয়ে সেই কালভার্ট নিজে কিভাবে করবে। সেই কাজ করবে নিয়োগকারী ঠিকাদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়