শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি মহাসচিব বলেন, নিরন্ন মানুষকে বিএনপি নেতা-কর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্থ করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নি:সন্দেহে চলমান দু:শাসনের ভয়াবহ নজির।
[৩] রোববার বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা ভাইরাসের দুযোর্গকালীন সময়ে দেশে যখন গরীব ও ছিন্নমূল মানুষ দু‘মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধারত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্য্ক্রম অব্যাহত রাখায় সেই মানবিক কাজটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সরকার।
[৪] তিনি অভিযোগ করেন, তারা দলীয় লোকজনদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করছে, নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে।
[৫] হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিএনপি মহাসচিব। সম্পাদনা : খালিদ আহমেদ