ওয়ালি উল্লাহ সিরাজ : [২] আমেরিকার কলেজ ছাত্র আলেকজান্ডার ই কেয়ার্নাস। বয়স ২০ বছর। তিনি রবিনহুড অনলাইন পুঁজি লেনদেনের অ্যাপ থেকে ৭ লাখ ৩০ হাজার ডলার ঋণ নেয়ার পর তা পরিশোধ করতে পারবেননা এমন দুশ্চিন্তায় আত্মহত্যা করেন। আল- আরাবিয়া
[৩] কেয়ার্নসের পরিবার জানায়, তার নোট বুকে মৃত্যুর আগে এমন তথ্য দিয়ে গেছেন কেয়ার্ন।
[৪] কেয়ার্নাস বাবা-মা একটি তার নোট বুকে যে তথ্য পেয়েছেন সেটা বিভিন্ন মিডিয়ায় প্রচার করেছেন। আর তার আত্মীয়রা টুইটারে শেয়ার করেছেন।
[৫] কেয়ার্নস তার সুইসাইড নোটে লিখেছেন, যে পটগুলি কিনে / বিক্রি করেছি তা বাতিল হয়ে যাওয়া উচিত ছিল। আমি নিজেকে ক্ষতির মুখে ফেলার জন্য এমন ঝুঁকি নেইনি। আমি আসলে ভালো কিছু করতে চেয়েছিলাম। সম্পাদনা : রাশিদ