শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাজীবন নিয়ে চিন্তিত শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা

লাইজুল ইসলাম : [২] সারা বিশ্বে কোভিড-১৯ সংক্রমনের কারণে থমকে গেছে শিক্ষা ব্যবস্থা। যেসব দেশে কোভিড ছড়িয়ে পড়েছে বা এখনো আছে এমন সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ছিলো। পরিস্থিতি যেসব দেশে স্বাভাবিক হয়েছে সেখানে খোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাও স্বাস্থ্যবিধি ও সীমিত পরিসরে।

[৩] বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়ও কোভিড-১৯ এর ব্যপক প্রভাব পরেছে। যার কারণে এই মুহূর্তে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্লে-গ্রুপ থেকে শিক্ষাজীবনের শেষ ক্লাস পর্যন্ত বন্ধ। এতে যেমন চিন্তিত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তেমনি চিন্তিত শিক্ষার্থীরা। একই সঙ্গে চিন্তিত অভিভাবকরা। এই শিক্ষার্থীদের ভবিষ্যত কি? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।

[৪] এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সিদ্ধান্ত জানানো হয়নি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে। বিভিন্ন স্কুলের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেয়ার ব্যবস্থা হয়েছে। কলেজগুলোতে এমন কিছু শোনা জায়নি। বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে তেমন ক্লাস করার সুযোগ হয়নি। কয়েকটিতে শুরু হলেও তা বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

[৫] স্কুলগুলোতে ক্লাস হচ্ছে অনলাইনে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তেমন কোনো সুবিধা পাচ্ছেনা। এর কারণ হিসেবে অভিভাবকরা বলছেন, অনলাইনে ক্লাস করতে চায় না শিক্ষার্থীরা। এরপরের শিক্ষার্থীরা কিছুটা পড়তে বসলেও তা সফলতার সঙ্গে শেষ হচ্ছে না।

[৬] বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বলছেন, এতে চরম হুমকির মুখে পরছে শিক্ষার্থীদের ভবিষ্যত। তাই দ্রুত কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই কাজে উদ্যোগি হতে হবে শিক্ষামন্ত্রণালয়কে। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়