শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে আট হাজারেরও বেশি পুলিশ কোভিড-১৯ শনাক্ত

ইসমাঈল ইমু : [২] দেশে কোভিড করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত সারাদেশে সাড়ে আট হাজারেরও বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক চতুর্থাংশই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।

[৩] সংশ্লিষ্টরা জানান, সারাদেশে শনিবার পর্যন্ত পুলিশের ৮ হাজার ৫৪৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশেই আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৪ জন। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৮ হাজার ২৩৭ জনকে। আইসোলেশনে আছেন ৩ হাজার ১৭৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন সিভিল সদস্যসহ ৩০ জন পুলিশ সদস্য।

[৪] করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৩০৩ জন পুলিশ সদস্য। এরমধ্যে ৪ হাজারের বেশি পুলিশ সদস্য আবার কাজে যোগ দিয়েছেন। ডিএমপিতে ১৬ ও ১৭ জুন দুই দিনে নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ৫২ পুলিশ সদস্য। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়ার পর এসব পুলিশ সদস্যরা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

[৫] সরকারের আইইডিসিআর-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হলে চিকিৎসকরা তাদেরকে কোভিডমুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়