মুসফিরাহ হাবীব: [২] মুক্তি পেল নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ বুলবুল-এর ট্রেলার। বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন অনভিতা দত্ত। গ্রাম বাংলার এক অলৌকিক কাহিনী উঠে আসবে ‘বুলবুল’-এ। ‘পাতাল লোক’-এ বাস্তবতাকে তুলে ধরেছিলেন আনুষ্কা। এবার অতিপ্রাকৃত ঘটনা নিয়ে ছবি আনলেন তিনি।
[৩] গল্পের পটভূমি ১৯ শতকের শেষ দিকে এবং বিশ শতকের গোড়ার দিকের পশ্চিমবঙ্গ। এক ছোট্ট মেয়ের ভুতুড়ে গল্পের বিশ্বাসকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। যত সে বড় হতে শুরু করল, চারপাশের রহস্য আরও ঘনীভূত হতে থাকল। যার শেষ হল তার স্বামীর মৃত্যুতে কিন্তু তারপরেও কোথাও যেন রয়ে গেছে সে।
[৪] ছবির ট্রেলার দেখে বলা যায় এটি নারীদের মুক্তির গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র বুলবুল। বাল্যবিবাহ হয় তার। গল্পের কেন্দ্র এক ডাইনি। ছবিটি একটি বহুস্তরীয় গল্প। ট্রেলারে পরিচালক স্পষ্টভাবে কিছু জানতে দেননি । গোটা ট্রেলারেই তিনি সাসপেন্স ধরে রেখেছেন। ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘বুলবুল’।