আবু মুত্তালিব মতি, আদমদীঘি বগুড়া প্রতিনিধি : [২] শুক্রবার বিকেলে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামের মাঠে তার জমির পানি নিষ্কাশন করতে গেলে এঘটনা ঘটে। নিহত বজ্ঞিমক চন্দ্র সরকার উপজেলার বরবড়িয়া গ্রামের রাজেশ্বর চন্দ্র সরকারের ছেলে।
[৩] জানা গেছে, কৃষক বজ্ঞিমক চন্দ্র সরকার গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তার বড়ির পাশের বশিকোড়া গ্রামের মাঠে জমিতে আকাশের জমানো পানি নিষ্কাশনের জন্য যায়। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[৪] এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কৃষক বজ্ঞিমক চন্দ্র সরকার মৃত্যুতে মুহূর্তেই তার পরিবার ও গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে। সম্পাদনা: জেরিন আহমেদ