শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৬ জুন, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৯টি উপজেলা লাল তালিকায়

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] বৃহত্তর চট্টগ্রামের ১৪ উপজেলাকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। এদের মধ্যে লাল জোনে ৯টি, হলুদ জোনে ৩ টি এবং সবুজ জোনে ২ টি উপজেলা রয়েছে।

[৩] রোবরার (১৪ জুন) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

[৪] এতে দেখা যায়, হাটহাজারী, পটিয়া, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান উপজেলাকে লাল জোন চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সাতকানিয়া লোহাগাড়া, ফটিকছড়ি হলুদ জোন এবং মীরসরাই, সন্দ্বীপকে সবুজ তালিকায় রাখা হয়েছে।

[৫] সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রেডজোন ঘোষিত উপজেলাগুলোর প্রশাসনকে এ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলাগুলোকে লকডাউনের আওতায় আনা হবে। তবে এখনও পর্যন্ত সরকার থেকে কোন নির্দেশনা আসে নি।

[৬] এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

[৭] রেডজোন চিহ্নিত নগরের অন্যান্য ওয়ার্ডগুলো হলো- চট্টগ্রাম বন্দর এলাকার ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, কোতোয়ালীর ১৬, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড এবং হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়