শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার দুই সিটির প্রস্তুতি শেষ, রাজধানীতে বসছে ২৪টি কোরবানীর পশুর হাট

সুজিৎ নন্দী : [২] আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে এবার দুই সিটি করপোরেশনের ২৪টি পশুর হাট বসতে যাচ্ছে। আর এসব হাট বসানোর প্রাথমিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এরই মধ্যে টেন্ডার আহ্বান করা হয়েছে। আগামী সপ্তাহে টেন্ডার সম্পন্ন হবে। সব কিছুর পরেও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) সম্পত্তি বিভাগ।

[৩] দুই সিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার উত্তরে ১০টি এবং দক্ষিণে ১৪টি হাট বসতে যাচ্ছে। তবে উত্তরের আওতাধীন পূর্বাচল ৩০০ ফিট সড়কে এবার বসছে কোরবানির পশুর হাট।

[৪] হাট নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, প্রতিবারের মতো এবারও টেন্ডারের মাধ্যমে ইজারাদারদের মধ্যে হাট বরাদ্দ দেয়া হবে। আর আফতাব নগরের পশুর হাট দুই সিটির এলাকার মধ্যে হওয়ায় এটি দুই করপোরেশনই পরিচালনা করবে।

[৫] অন্যদিকে, ডিএনসিসির সম্পত্তি বিভাগ জানায়, হাট যেনো কোনোভাবেই সড়কে চলে না আসে বা ব্যবসায়িরা যেনো হাটের বাইরে সড়কে পশু নিয়ে বসতে না পারেন, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। হাট থেকে যেনো কোন রোগাক্রান্ত পশু বিক্রি হতে না পারে, সেজন্য আমরা পশু সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি হাটে চিকিৎসকের ব্যবস্থা থাকবে। হাট এবং এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশকেও বলা হয়েছে। তারা এ বিষয়ে কাজ করবে।

[৬] ডিএনসিসির হাটের মধ্যে অন্যতম উত্তরা ১৫ নম্বর সেক্টরের এক নম্বর ব্রিজের পশ্চিম অংশে ও দুই নম্বর ব্রিজের পশ্চিমে গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশের ফাঁকা জায়গা, মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন (বছিলা) পুলিশ লাইনসের খালি জায়গা, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ এর (ইস্টার্ন হাউসিং) খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) পশুর হাট, মিরপুর ডিওএইচএসের উত্তর পাশের সেতু প্রপার্টি ও সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠ, বাড্ডার ইস্টার্ন হাউসিং (আফতাবনগর) ব্লক-ই, আফতাবনগর সেকশন-৩ এর খালি জায়গা, কাওলা-শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা।

[৭] ডিএসসিসির ১৪ হাটগুলো হচ্ছে, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঝিগাতলা-হাজারীবাগ মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠসহ আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠ সংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, আফতাবনগর ইস্টার্ন হাউসিং মেরাদিয়া মৌজার সেকশন-১ ও ২, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেটের পশুর হাট ও পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন পশুর হাট। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়