শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড-১৯ সময়ে সুস্থ থাকতে ‘ভেষজ চা’

হ্যাপি আক্তার : কোভিড-১৯ এর কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। ফলে, রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে বলছেন বিজ্ঞানীরা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাকৃতিক বা ভেষজ উপাদানের জুড়ি নেই। প্রাচীনকাল থেকেই নানা রোগের চিকিৎসায় ভেষজ উপাদান ব্যবহৃত হচ্ছে।

যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন কিংবা হননি- সবাইকেই দিনে কয়েকবার গরম পানি, ভেষজ উপাদানে তৈরি চা খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বিশ্বের কয়েকটি দেশও এই পন্থা মেনে চলে উপকার পেয়েছে বলে সম্প্রতি আলোচনায় এসেছে।

স্বাভাবিকভাবেই আমরা দিনে দুই বা তিনবার চা খাই। কোভিড-১৯ ঠেকাতে এসময় চা বানাতে পারেন ভেষজ উপাদান দিয়ে।

জেনে নেয়া যাক ভেষজ উপাদানে বানানো চা ও গুণাগুন সম্পর্কে-

উপকরণ : আদা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, তেজপাতা, তুলসী, মধু

প্রণালী : মধু ছাড়া বাকি সবগুলো উপাদান একসঙ্গে পানিতে দিন। পানির পরিমাণ বেশি নিয়ে অন্তত ২০ মিনিট ফোটাতে হবে। এরপর চা পাতা দিয়ে নামিয়ে নিন। কাপে ঢেলে তাতে মধু যোগ করুন।

উপকারিতা : বলা হচ্ছে, কোভিড-১৯ কিছুটা দুর্বল করে দিতে ভূমিকা রাখে ভেষজ উপাদান ও গরম পানি। সাধারণ ফ্লু হলেও ভেষজ এই উপাদানগুলো খুবই কার্যকর। তাছাড়া, অ্যাজমা রোগীরা এভাবে বানানো চা খেলে বেশ উপকার পাবেন। গলাব্যথা, হাঁচি-কাশি ইত্যাদি সমস্যার জন্যও এই উপাদানগুলো কার্যকর।

ভেষজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফুসফুস সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে। চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হৃদরোগের ঝুঁকি কমায়। চা পান করার অভ্যাস আমাদের কম-বেশি সবারই আছে। এইসময় আপনার চা স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিন। সুস্থ থাকুন। সূত্র : সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়