তপু সরকার হারুন : [২] মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে ” মা ”ভ্রাম্যমাণ আদালতের বিচারকের হাতে তুলে দিলেন সন্তান কে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ছেলেকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বলে জানা যায়। শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এমন ঘটনা ঘটে।
[৩] সূত্র জানায়, চকপাড়া মহল্লার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার বাসিন্দা রজব আলীর ছেলে সৌমিক (১৯) মাদকাসক্ত হয়ে বাসার লোকজনকে অতীষ্ঠ করে তোলে। ফলে বাধ্য হয়ে ওর গর্ভধারীনি মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে এর প্রতিকার চান। মায়ের দাবী অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট আরিফুর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানে বের হন। এসময় সৌমিক টের পেয়ে বাসা থেকে বেড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ধরে ফেলে। পরে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।