শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের তিন এলাকা নিজেদের ম্যাপে নিয়ে নতুন সংবিধান অনুমোদন করেছে নেপাল, আজ পাস হতে পারে

আসিফুজ্জামান পৃথিল : [২] মঙ্গলবার রাতে ভারতের নিয়ন্ত্রণে থাকা ৩টি এলাকাকে মানচিত্রে সন্নিবেশিত করে এই সংবিধান পাস হয়েছে বলে বধিবার জানিয়েছিলো বিভিন্ন গণমাধ্যম। তবে জানা গেছে এটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। শুক্রবার এটি পাস হবার সম্ভাবনা প্রবল। ইন্ডিয়া টুডে, হিমালায়ান টাইমস

[৩] সংবিধানের সঙ্গে জাতীয় প্রতীকও বদলাচ্ছে দেশটি। সংশোধিত মানচিত্রে ও প্রতীকে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধাউরাকে নেপালের ভূখণ্ড হিসাবে আনুষ্ঠানিকভাবে দেখানো হবে। ১৮১৬ সালের সুগাউলি চুক্তি অনুযায়ী নেপাল এই দাবি করে আসছিল।

[৪] নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি দিল্লির অসহযোগিতা নিয়ে উদ্বেগ এবং হতাশা প্রকাশ করে পার্লামেন্টে বলেছেন, তার দেশ ওই ভূখণ্ডের দাবি নিয়ে কূটনীতিক আলোচনার প্রস্তাব দিলেও ভারত তাতে সাড়া দেয়নি।

[৫] গাওয়ালি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার প্রস্তাবে কোন সাড়া পাইনি। ভারত ও চীন যদি তাদের বিরোধ মেটাতে পারে, তাহলে নেপাল ও ভারত কেন সেটা করতে পারবে না। আমি বিশ্বাস করি, কাঙ্খিত আলোচনাটি খুব তাড়াতাড়ি শুরু করা যাবে।’

[৬] করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিরোধপূর্ণ ভূখণ্ড আলোচনায় বসা সম্ভব হচ্ছে না বলে নেপাল সরকারকে জানিয়েছে ভারত।

[৭] নেপালের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনার আয়োজন করার জন্য অনুরোধ করলেও তাতে কোন পরিষ্কার অবস্থান জানায়নি ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়