সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ): [২] মানিকগঞ্জের সিংগাইরে বাবার অটোরিকশার চার্জারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেলো দোলা (৬) নামের এক শিশুর। সে সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের আজিমপুর মহল্লার দেলোয়ার হোসেন পাচুর কন্যা।
[৩] নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, অটোরিকশা চালক বাবা প্রতিদিন নিজ বাড়িতেই তার অটোরিকশা চার্জ করেন। বুধবার (১০ জুন) বিদ্যুৎ এর সূইচ অফ না করে চার্জার থেকে অটোরিকশা খুলে সড়কে চালাতে যায়। এ সময় একটি লোহার রড ঘরের অনিরাপদ চার্জারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়। দুপুর ১.৩০ মিনিটের দিকে দোলা ওই বিদ্যুতায়িত রড ধরলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
[৪] এদিকে বিদ্যুতায়িত দোলাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় তার সংস্পর্শে নানা আমজাদ হোসেনও আহত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় সে এখন সুস্থ্য আছে বলে জানা গেছে। সম্পাদনা: সারোয়ার জাহান