শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে আ’লীগ নেতা বরকত ও তার ভাইসহ আটক ৯

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলায় আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও বিদেশি মুদ্রাসহ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাইসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

[৩] জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের আটক করা হয়।

[৪] সোমবার (৮ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।

[৫] এর আগে রোববার (৭ জুন) গভীর রাতে ফরিদপুর শহরের বদরপুর থেকে আটক করা হয়।

[৬] গত ১৬ মে সন্ধ্যায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটে। পরে সুবল সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বলে জানান পুলিশ সুপার।

[৭] রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল ও সহযোগী রেজাউল করিম বিপুলকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে।

[৮] পরে তাদের অফিস, বাসা ও রেস্ট হাউস তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১২শ বস্তা চাল, ২৯ লাখ টাকা, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি এবং পিস্তল ও শর্টগানসহ মোট ৭টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি জব্দ করে।

[৯] এর পর অভিযান চালিয়ে আরও ৬ জনকে আটক করা হয় বলে জানান পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।

[১০] তিনি জানান, আইনি প্রক্রিয়ার জন্য তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়