শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৮ জুন, ২০২০, ১১:২২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২০, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবিক সাহায্য সংস্থার চক্ষুসেবা হেল্পলাইন চালু

সালেহ্ বিপ্লব : [২] করোনা ভাইরাস থেকে নিরাপদ রেখে সবার জন্য বিনামূল্যে চক্ষুসেবা কার্যক্রম শুরু করেছে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম। রোববার থেকে তাদের ১৯টি সহযোগী হাসপাতালের সাথে মিলিতভাবে উক্ত সেবাটি চালু করেছে।  রবি থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ০১৭৮১৪৩৮৮৮ নাম্বারে ফোন বা ভিডিও কলের মাধ্যমে যে কেউ এই সেবাটি গ্রহণ করতে পারবেন।

[৩] এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমএসএস জানিয়েছে, বিনামূল্যে ডাক্তারের সাথে শলাপরামর্শ, চিকিৎসা এবং উপদেশ তাদের হেল্পলাইন সেবার আওতায় আছে। ঢাকা শহরে বসবাসকারী রোগীদের খুচরা মূল্যে প্রয়োজনীয় ওষুধ স্বল্প খরচে পৌছে দেয়া হচ্ছে। যে সকল রোগীর রেফারেল চিকিৎসা প্রয়োজন হবে, তাদেরকে কাছাকাছি সহযোগী হাসপাতালে রেফার করা হবে। ১১টি জেলার ২০টি উপজেলায় এমএসএস-এর সহযোগী হাসপাতাল রয়েছে। এসব হাসাপাতালের তথ্য এবং প্রয়োজনীয় ফি রোগীদের ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

[৪] এমএসএস এমএসএস প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান বলেন,  “হাসপাতাল এবং ডাক্তারের চেম্বারে যাওয়ার বিকল্প হিসাবে টেলিফোন বা ভিডিও কলে ডাক্তারের কাছ থেকে প্রয়োজনীয় চক্ষুসেবা গ্রহণের এই কার্যক্রমটি করোনা ভাইরাস সংক্রমণ ও বিস্তার রোধে সহায়ক হবে।”

[৫] তিনি আরও বলেন “পরামর্শ গ্রহনের সেবাটি সকলের জন্য ফ্রী, তবে অসহায় ও দরিদ্র রোগীদের যাবতীয় চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ আই কেয়ার প্রোগ্রাম এমএসএস বহন করবে।”

[৬] মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে বাংলাদেশের সুবিধাবঞ্চিত রোগীদের নিরাময়যোগ্য অন্ধত্ব দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মে ৩১, ২০২০ তারিখ পর্যন্ত ১৫১টি চক্ষুশিবির, ১২২টি স্কুলের দরিদ্র শিক্ষার্থীরা স্কুলসাইট টেস্টিং প্রোগ্রাম, ৪টি তৈরী পোশাক কারখানার শ্রমিকেরা ইন্ডাস্ট্রিয়াল সাইট টেস্টিং প্রোগ্রাম এবং সুস্থ চোখ নিরাপদ সড়ক প্রোগ্রামের মাধ্যমে মোট ১,১০,১৫৬ জন দরিদ্র রোগী বিনামূল্যে চক্ষুসেবা পেয়েছেন। আই কেয়ার প্রোগ্রাম এ পর্যন্ত ৭,৭৭৬টি অপারেশন করেছে, বিতরণ করেছে ২১,৭২৫টি চশমা এবং ২৪৯৬টি ওষুধ। আই কেয়ার প্রোগ্রাম ক্রমাগত তাদের কার্যক্রম বৃদ্ধি করছে।

[৭] বিস্তারিত জানার জন্য : স্বপ্না রেজা , বিভাগীয় প্রধান, অ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন এবং স্মিতা কুন্ড, এমএসএস সহকারী প্রোগ্রাম অফিসার। ফোন : ০১৭৩০০২৪০৩৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়