আক্তারুজ্জামান : [২] ৩০ বছরের খরা কাটানোর স্বপ্ন খুব কাছে আসতেই বেরসিক করোনার আঘাত সব পাল্টে দিচ্ছিলো লিভারপুলের। কিন্তু না, মরণঘাতীকে মেনে নিয়েই সবকিছু স্বাভাবিক করতে হচ্ছে পৃথিবীকে। তাই ৩ মাস বন্ধ থাকার পর আবারও মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল।
[৩] কোভিড-১৯ এর আক্রমণের কারণে গত ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে ইপিএলের ম্যাচ। ১৭ জুন শেফিল্ড ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার ম্যাচ দিয়ে করোনা পরবর্তী ফুটবল শুরু হবে ব্রিটেনে।
[৪] নতুন তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে শিরোপায় চোখ পড়েছে লিভারপুলের। লিগে এখনো নয়টি ম্যাচ বাকি আছে তাদের। দুটি জিতলেই শিরোপা জিতবে সালাহরা। যার প্রথম ম্যাচটি ২১ জুন এভারটনের বিরুদ্ধে। ওই দিনই শিরোপা জয়ের সুযোগ রয়েছে অলরেডদের।
[৫] একই দিন মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর্সেনালের বিপক্ষে সিটি হারলে মাঠে ফেরার প্রথম দিনই শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে লিভারপুলের সামনে।
[৬] ইপিএল মাঠে ফিরলেও সব ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। লিগের বাকি ম্যাচগুলোয় প্রতিটি দল পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে।
[৭] ২৯ ম্যাচে ২৭ জয় ও এক ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৮২। ২৮ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৭। ৫৩ পয়েন্ট নিয়ে তিনে আছে ২৯ ম্যাচ খেলা লেস্টার সিটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৪৮। পাঁচে থাকা ম্যানইউর পয়েন্ট ৪৫।