ঝিনাইদহ প্রতিনিধি : [২] উপজেলার হাটগোপালপুর থেকে গাঁজা ও ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
[৩] বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী হাসান সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে।
[৪] র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৩ কেজি গাঁজা, ৪’শ ২০ পিস ইয়াবাসহ মেহেদীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। সম্পাদনা : জেরিন আহমেদ