শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক এ দুর্যোগেও ফেনীতে মাঠ পযায়ে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনার কর্মীরা

শাহজালাল ভূঞা, ফেনী প্রতিনিধি : [২] বৈশ্বিক ও দুর্যোগ মহামারী করোনাভাইরাসের কারণে ফেনীসহ সারাদেশে দিয়েছে দুর্যোগ,মানুষে মানুষে সামাজিক দুরত্ব বজায় রাখতে হচ্ছে। সবকিছু মিলিয়ে বর্তমানে মানুষ কঠিন সময় পার করছে। ঠিক যে সময়ে যখন কোনো ডাক্তার প্রাইভেট চেম্বার করছে না তখনো ডেলিভারীসহ পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় জীবন ঝুঁকি নিয়ে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোহাডুয়াসহ বিভিন্ন ওয়ার্ডে লোকজনের ঘরে ঘরে যাচ্ছে পরিবার পরিকল্পনার মাঠ কর্মীরা।

[৩] করোনায় একদিনও বন্ধ হয়নি তাদের পরামর্শ প্রদানসহ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়ার তালিকা প্রণয়নসহ তদারকি কার্যক্রম । জেলা শহরে যখন গাইনি ও পরিবার পরিকল্পনা বিষয়ে চিকিৎসক সংকট দেখাদিল তখন দিনে রাতে পরামর্শ ও সেবা দিয়েছেন তারা। সরকারী ডিউটি শেষ করে বাসায় না গিয়ে নিয়মিতভাবে সেবা দিয়েছেন লোকজনকে।

[৪] এ শহরে অনেক নামকরা ডাক্তাররা এখনো প্রাইভেট প্যাক্টিস শুরু না করায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ছেন। সে ক্ষেত্রে পরিবার পরিকল্পনার মাঠ কর্মী হয়ে করোনা জয়ী হতে লড়ছেন প্রতিনিয়ত। পরিবার ও সন্তানের কথা চিন্তা না করে তারা সেবায় নিয়জিত প্রতিনিয়ত।

[৫] কালিদহ ইউপির বাসিন্দা গৃহবধূ আকলিমা আক্তার জানায়, পরিবার পরিকল্পনা বিভাগের লোকজন তাদের বাড়ীতে এসে পরামর্শ এবং সচেতনতার জন্য নানা বিষয় তুলে ধরেন। মহামারীর এসময়ে প্রয়োজনে তাদের পরামর্শে পাওয়া তিনি খুব খুশি।

[৬] কালিদহ ইউনিয়নের মা ও শিশু এবং পরিবার পরিকল্পনা সেবাদান কার্যক্রমে উপস্থিত মনিকা রানি দাস (FWA) এবং লিটন কুমার মালাকার, পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) জানান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনপ্রশাসন পদকপ্রাপ্ত ইফতেখার আহাম্মদ চৌধুরী নির্দেশনায় ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উল্যাহ এর সহযোগিতায় কালিদহ ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যক্রম এগিয়ে নিতে আমরা মাঠ পর্যটক কাজ করে সচেতনতার পাশাপাশি সেবা কার্যক্রমে প্রান্তিক মানুষের নিকট পৌঁছে দিচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়