শিরোনাম
◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৪:৩১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাজমারও তীব্র সংকট, চাহিদার দশ শতাংশও মিলছে না

মহসীন কবির : [২] কোভিড-১৯ চিকিৎসায় পরীক্ষামূলক প্লাজমার ব্যবহার শুরু হওয়ায় এখন সেই প্লাজমারও তীব্র সংকট দেখা দিয়েছে। প্লাজমায় রোগী সুস্থ হচ্ছে এমন খবরে করোনায় অসুস্থদের স্বজনেরা সবাই প্লাজমা দিতে চাইছেন মুমূর্ষুদের।সরকারের কারিগরি কমিটি বলছে, করোনা থেকে যারা সেরে উঠছেন তাদের তালিকা না থাকায় এ তীব্র সংকট। ডিবিসি ও সময় টিভি

[৩] গত মাসের মাঝামাঝি দেশে করোনা জয়ীদের থেকে প্লাজমা সংগ্রহ শুরু হয়। এরপর প্লাজমা সংক্রান্ত সরকারের কারিগরি কমিটির মাধ্যমে প্লাজমার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়।

[৪] সবমিলে এ পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত প্রায় ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে প্লাজমা দেওয়া হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে এক চিকিৎসক প্লাজমা নেয়ার পর পুরোপুরি সুস্থ হয়েছেন। ঢাকায় প্লাজমা নেওয়া করোনা আক্রান্ত ১০ থেকে ১২ জনের অবস্থা এখন উন্নতির দিকে। বাকিদের অবস্থা স্থিতিশীল।

[৫] দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে প্লাজমার চাহিদাও তীব্র হয়েছে । প্লাজমাদাতার খোঁজে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে এমন হাহাকার।

[৬] ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত প্রায় চল্লিশ জনের প্লাজমা দেয়ার তথ্য পাওয়া গেছে। প্লাজমাদাতাদের খোঁজে থাকা স্বেচ্ছাসেবী সংগঠণ সন্ধানী বলছে, চাহিদার দশভাগও মিলছে না প্লাজমা। এদিকে, প্লাজমা সংক্রান্ত কারিগরি কমিটির মতে, করোনা পজেটিভ থেকে নেগেটিভ হওয়াদের তালিকা সংরক্ষণও খুব জরুরী।

[৭] বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশে কোভিড-১৯ এর চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে থেরাপি। তাই করোনা জয়ীদের প্লাজমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়