শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা, এএসপি, আইনজীবি ও ১৫ পুলিশ করোনায় আক্রান্ত

আবদুল ওহাব : [২] বগুড়ায় নতুন করে এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ব্যক্তির মধ্যে রয়েছেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল মোঃ গাজীউর রহমান, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তোফাজ্জল হোসেন, বগুড়া শহরের ১ জন আইনজীবি ও ১৫ জন পুলিশ সদস্য।

[৩] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৬টি নমুনার মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ আসে। আর জয়পুরহাটে ১২টি নমুনাই নেগেটিভ আসে।

[৪] অন্যদিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ১০ জনের ও গাইবান্ধার একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

[৫] সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নতুন করে শনাক্ত ৫৭ জনের মধ্যে বগুড়া শহরের ৪৩ জন, শেরপুর উপজেলার ৫ জন, গাবতলী উপজেলায় ৩ জন, ধুনট উপজেলায় ২ জন এবং শাজাহানপুরে ৪ জন এবং আদমদীঘি, সারিয়াকান্দি ও কাহালু উপজেলার একজন করে রয়েছেন। শহরের ৪৩ জনের মধ্যে সর্বোচ্চ চেলোপাড়া ও নাটাইপাড়া এলাকার বাসিন্দা রয়েছেন।

[৬] ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৬৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪৯ জনের। এর মধ্যে ৪৪ জন পুলিশ, ১৩ জন কারারক্ষী এবং ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশীরভাগই আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত। বাকিরা ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে বগুড়ায় এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়