শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:২৬ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা, এএসপি, আইনজীবি ও ১৫ পুলিশ করোনায় আক্রান্ত

আবদুল ওহাব : [২] বগুড়ায় নতুন করে এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের করোনাভাইরাস শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ব্যক্তির মধ্যে রয়েছেন, বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর সার্কেল মোঃ গাজীউর রহমান, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তোফাজ্জল হোসেন, বগুড়া শহরের ১ জন আইনজীবি ও ১৫ জন পুলিশ সদস্য।

[৩] বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ১৭৬টি নমুনার মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ আসে। আর জয়পুরহাটে ১২টি নমুনাই নেগেটিভ আসে।

[৪] অন্যদিকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে ১৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ১০ জনের ও গাইবান্ধার একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

[৫] সরকারি-বেসরকারি দুই মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে নতুন করে শনাক্ত ৫৭ জনের মধ্যে বগুড়া শহরের ৪৩ জন, শেরপুর উপজেলার ৫ জন, গাবতলী উপজেলায় ৩ জন, ধুনট উপজেলায় ২ জন এবং শাজাহানপুরে ৪ জন এবং আদমদীঘি, সারিয়াকান্দি ও কাহালু উপজেলার একজন করে রয়েছেন। শহরের ৪৩ জনের মধ্যে সর্বোচ্চ চেলোপাড়া ও নাটাইপাড়া এলাকার বাসিন্দা রয়েছেন।

[৬] ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৬৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪৯ জনের। এর মধ্যে ৪৪ জন পুলিশ, ১৩ জন কারারক্ষী এবং ২৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশীরভাগই আক্রান্তদের সংস্পর্শে এসে সংক্রমিত। বাকিরা ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে বগুড়ায় এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়