শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরগঞ্জে ছবি বদলিয়ে ১০টাকা কেজির চাল উত্তোলনের অভিযোগ

আজহারুল হক : [২] ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌরসভায় হতদরিদ্রদের মাঝে খাদ্য অধিদপ্তরের বিশেষ ওএমএস কার্ডে ১০ টাকা কেজি চাল উত্তোলনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

[৩] জানা যায়, পৌরশহরের ৬নং ওয়ার্ড শিমরাইল গ্রামের মৃত হোসেন আলীর পুত্র গোলাম হোসেনের জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৯৭৫ নং কার্ড ইস্যু করা হলেও ওই ব্যক্তি নিজেই জানেন না তার নামে ১০ টাকা কেজির বিশেষ ওএমএস কার্ড রয়েছে। আর এ কার্ড দিয়ে ৭ নং ওয়ার্ডের ধামদি এলাকার মোহাম্মদ আলীর পুত্র জাহাঙ্গীরের ছবি ব্যবহার করে চাল উত্তোলন করছে।

[৪] মঙ্গলবার এ কার্ডের বিষয়ে গোলাম হোসেনের সাথে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার আইডি কার্ড দিয়ে আমার নামে কার্ড হলো আর আমি নিজেই জানিনা অথচ আরেক ওয়ার্ডের লোকের ছবি দিয়ে আমার নামের কার্ডের চাল তুলে নিচ্ছে। আমি এ দুর্নীতিবাজদের বিচার চাই।

[৫] খোঁজ নিয়ে জানা যায়, পৌর শহরের কাকনহাটির সুরুজ আলীর নামে রয়েছে ২৪১ ও ২১৬৫ নং দু’টি কার্ড। সে দুই কার্ডে চাল উত্তোলন করে নিচ্ছে নিজেই। খাদ্য অধিদপ্তরের বিশেষ ওএমএস বিতরণ কার্ড গুলোতে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কারও নেই সিল স্বাক্ষর। এ ছাড়াও হতদরিদ্র নয় এমন ব্যক্তিদের নামে ১০ টাকা কেজির কার্ড দিয়ে চাল উত্তোলন করার অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সাথে কথা হলে তিনি বলেন, দ্রুততম সময়ে উপজেলা প্রশাসনের নির্দেশে ২৪’শ কার্ডের তালিকা দেয়া হয়েছে। কিন্তু কিভাবে এ ধরনের অনিয়ম হলো এটা তার ভোধগম্য নয়। এটা প্রশাসনেই জানে।
এ ব্যপারে উপজেলা খাদ্য কর্মকর্তা এইচ এম খায়রুল ইসলাম সাথে কথা হলে তিনি বলেন, তরিগড়ির মাঝে এ সব কার্ড বিতরণ করা হয়েছে। কোন অনিয়ম হয়ে থাকলে তা সংশোধন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়