শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইসরায়েল থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন মিনেসোটার পুলিশ সদস্যরা

লিহান লিমা: [২] ইসরায়েলের আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের থেকে সন্ত্রাসবাদ বিরোধী, বর্ণবাদী, জাতিবিদ্বেষী প্রশিক্ষণ নিয়েছিলেন মিনেসোটার পুলিশ সদস্যরা। মর্নিং স্টার

[৩]গত সোমবার মিনেসোটার পুলিশ সদস্য ডেরেক শাভিনের হাতে জর্জ ফ্লয়েডের হত্যা যুক্তরাষ্ট্রে আফ্রো-আমেরিকানদের হত্যার সংখ্যায় দীর্ঘ ইতিহাসে নতুন একটি সংখ্যা যোগ করে মাত্র। ২০১২ সালে শিকাগোর ইসরায়েলি দূতাবাসের আয়োজনে একটি সম্মেলনে কমপক্ষে ১০০ জন মিনেসোটার পুলিশ অফিসার যোগদান করে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ ধরনের সম্মেলন আয়োজন করা হয়েছে।

[৪]জানা গিয়েছে, ওই সম্মেলনে মার্কিন পুলিশ সদস্যরা ইসরায়েলের সৈন্যদের কাছ থেকে সহিংস কৌশল রপ্ত করেন। যা কিনা ইসরায়েলি সৈন্যরা দখলকৃত ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ব্যবহার করে। মিনেপেলিসের তথাকথিত এই সন্ত্রাসবাদ-প্রতিরোধী প্রশিক্ষণ সম্মেলন এফবিআইয়ের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছিলো। এই ইভেন্টগুলোর কিছু করদাতাদের অর্থে আয়োজিত কিছু ব্যক্তিগত ফান্ডে।

[৫]ইসরায়েলের ডেপুটি কাউন্সেল শাহার এরিয়েল দাবী করেন, অর্ধ-দিবসের এই সেশনে ইসরায়েল পুলিশের দক্ষ কর্মকর্তারা মার্কিন পুলিশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করছিলেন। ফিলিস্তিনের অধিকার কর্মী ও ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্ট (আইএসএম) এর নিতা গোলান বলেছেন, ডেরেক শাভিন যেভাবে হাঁটু দিয়ে ফ্লয়েডের নাক চেপে ধরেছিলেন ঠিক সেভাবেই ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্যাতন চালায়।

[৬]অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও বলেছে, ফ্লোরিডা, নিউজার্সি, পেনসেলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, কানেকটিকাট, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ওয়াশিংটনের শতশত পুলিশ সদস্য প্রশিক্ষণের জন্য ইসরায়েলে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়