মঈন উদ্দীন: [২] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।
[৩] মঙ্গলবার (০২ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। মৃত এই ব্যক্তির নাম শফিউর রহমান। বয়স ৫৫ বছর। নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিহারা গ্রামে তার বাড়ি। বাবার নাম ওবায়দুর রহমান। গত শনিবার করোনার উপসর্গ নিয়ে সফিউর রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
[৪] হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
[৫] তিনি জানান, ভর্তির সময় তার করোনার সবগুলো উপসর্গই ছিলো। শারীরিক অবস্থা ভালো ছিলো না। তাই তাকে আইসিইউতে রাখা হয়। এরপর রোববার তার নমুনা সংগ্রহ করা হয় এবং সোমবার হয় পরীক্ষা। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পর দিনই তিনি মারা গেলেন।
[৬] শফিউর রহমান মারা যাওয়ায় রাজশাহী বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো। শফিউরের মৃত্যুর আগে রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় দুইজন করে এবং নাটোর ও বগুড়ায় একজন করে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে। বিভাগের আট জেলায় সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৬২ জন।