আব্দুল মান্নান খান, মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধিঃ [২] ৩ জুন সকাল থেকে ১৩ জুন পর্যন্ত ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারটি। এ ঘোষণা অনুযায়ী ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত মতলব বাজারের ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
[৩] মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ফাহমিদা হক বলেন, মতলব বাজারের দুই জন ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছেন। তারা নমুনা দেয়ার পর আইসোলেশনে না থেকে অবাধ বিচরণে ছিল। তারা অনেকের সাথে মিশেছেন। এ অবস্থায় লকডাউন না করলে এটা পেনডেমিক আকার ধারণ করতে পারে।
[৪] তিনি বলেন, বাজারে গেদারিংটা বেশি। তাই বাজারের দোকানপাট সব বন্ধ থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে তাও তারা স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখবে।
[৫] উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির যৌথ সিদ্ধান্তক্রমে, মতলব বাজার নির্দিষ্ট সময়ের (৩ জুন হতে ১৩ জুন পর্যন্ত ) জন্য ৩জুন সকাল ৮ টায় লকডাউন করা হবে। তাই সকল ব্যাবসায়ী তাদের দোকান গুছিয়ে ফেলার জন্য অনুরোধ করা হল। মেডিসিনের দোকান লকডাউন এর আওতাভুক্ত থাকবে না।