মোহাম্মদ মোরশেদ : রিয়াদ; [২] সম্প্রতি সৌদিআরবে চলমান করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সৌদি আরবের হাসপাতাল গুলি, বিশেষ করে দেশটির রাজধানী রিয়াদে বেশ কিছু দিন যাবত অনেক বাংলাদেশি চিকিৎসা সেবা পাচ্ছে না বলে জানাযায়।
[৩] চিকিৎসা সেবা না পাওয়া প্রবাসীবাংলাদেশিদের আকুল আবেদন রিয়াদ বাংলাদেশ দূতাবাসযেন এগিয়ে আসে, এই বিপদে দূতাবাস সাহায্য না করলে অনেক বাংলাদেশি বিনা চিকিৎসায় ঘরেই মারা যাবে !
[৪] উল্লেখ্য, দূতাবাস থেকে অনেক বড় আকারে বাংলাদেশি ডাক্তারের তালিকা প্রকাশ করলেও উল্লেখিত তালিকাভুক্ত কোন ডাক্তারের সাড়া পাচ্ছেনা বলে জানায় ভুক্তভোগী বাংলাদেশীরা! তাছাড়া
[৫] সৌদি প্রশাসনের দেওয়া ৯৩৭ নাম্বারে ফোন করলে রিসিভ করছেনা,আবার রিসিভ করলেওহাসপাতালে সিট খালি নেই বলে অপেক্ষা করতে বলা হচ্ছে ! গত কাল পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা ৮৭,১৪২ জন,সুস্থ হয়েছে ৬৪,৩০৬জন এবং
[৬] মৃত্যুবরণ করেছেন ৫২৫জন তারমধ্যে বাংলাদেশি মারাগেছেন ১৯৩জন,
[৭] এই পরিস্থিতে দূতাবাস কোন পদক্ষেপ না নিলে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা আরো বহুগুনবাড়বে বলে আশংকা করছেন রিয়াদে বসবাস কারি বাংলাদেশিরা !