শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতেও স্বমহিমায় দৌলতদিয়া ঘাট

কামাল হোসেন : [২] করোনার প্রকোপে দীর্ঘদিন অবরুদ্ধ থাকা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের চিরচেনা সেই স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে। গণ-পরিবহন চলাচলের ঘোষণায় আজ সকাল থেকেই এ নৌপথে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়। ০১ জুন সোমবার দুুপুরের পর থেকেই ঘাটে পারাপারের অপেক্ষায় দেখা যায় যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি। এ ছাড়া ফেরিতে যাত্রী পারাপার কম থাকলেও লঞ্চে যাত্রীদেরও ভিড় ছিল বেশী।

[৩] সরেজমিনে দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো সরকারি নির্দেশনা মেনে ৪০ সিটের বিপরিতে ২০ জন যাত্রী ও দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন জেলার বাসগুলো ৫০ সিটের বিপরীতে ২৫জন যাত্রী নিয়ে যাওয়া আসা করছে। কাউন্টার গুলোতে রাখা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থাও। বাসগুলোতে স্বাস্থ্যবিধি বজায় থাকলেও লঞ্চ ও ফেরিতে যাত্রী পারাপারে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককেই

[৪] ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে আসা রবিউল ইসলাম বলেন, বাসে সরকারি নির্দেশ মানা হচ্ছে। দুই সিটে একজন করে যাত্রী উঠাচ্ছে। কিন্তু লঞ্চে ভিড় অনেক। সেখানে এসব কোন নিয়ম মানা হচ্ছে না।

[৫] যশোর থেকে আব্দুল আওয়াল বলেন, ঘাট পর্যন্ত ভালো ভাবে এসেছি। বাকি পথ এভাবে যেতে পারলে নিরাপদ বোধ করতাম।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক মোঃ নুরুল আনোয়ার মিলন জানান, সবাই সচেতন না হলে সম্ভব না। আমরা ঘাটে যাত্রী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা করেছি। কিন্তু যাত্রী লঞ্চে উঠা ও নামার সময় প্রতিযোগিতায় নামে। ভেতর গিয়ে গাদাগাদি করে বসে।

[৬] বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান,এই রুটে ছোট বড় মিলে ১৩ টি ফেরি রয়েছে। এর মধ্যে ১৩ টিই ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়