শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে করোনা পরীক্ষার ল্যাব চালু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি: [২] কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। রোববার (৩১ মে) বিকালে আনুষ্ঠানিকভাবে ল্যাবটি চালু করা হয়।

[৩] আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনা পরীক্ষা করা যাবে। ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কিংবা তিনগুণও করা যাবে।

[৪] আরটি-পিসিআর ল্যাব চালু করা উপলক্ষে রোববার (৩১ মে) বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম এর অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ড এর চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

[৫] এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ ছাড়াও মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়