রায়হান রাজীব : [২] এ সংবাদকর্মী আরো বলেন, করোনাভাইরাসের ভয়াল গ্রাস আমাদের দেশে ক্রমশ প্রকট হচ্ছে। এর অন্যতম কারণ হলো, মানুষের অসচেতনতা। এ দেশের মানুষ নিয়ম মানতে অভ্যস্ত নয়। কিন্তু জীবিকার কারণে কাজে ফিরতে হলে নিয়ম মেনে চলতেই হবে। তা না হলে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
[৩] উন্নত দেশসহ সারা বিশ্ব লকডাউন তুলে দেবার পক্ষে। তবে সবখানে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। ইউরোপ আমেরিকার জনগণ সরকারের নির্দেশ মেনে চলবে। কিন্তু বাংলাদেশে এ মহামারীতেও মানুষের মানসিকতায় পরিবর্তন আসেনি।
[৪] ঘন বসতির এদেশে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা কম বেশি সকলের জানা। অন্যদিকে মানুষের জীবন যাত্রায় সুষম বণ্টন ব্যবস্থা নেই। যার কারণে মানুষ কোভিড- ১৯ থেকেও অনেক বেশি শঙ্কিত অন্নের সংস্থান নিয়ে।
[৫] তিনি বলেন, আগামীর বাংলাদেশকে দেখতে হবে নতুনভাবে। মানুষকে অনিয়ম দুর্নীতি বর্জন করতে হবে। আর সে সাথে কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াই করতে হবে সচেতন হয়ে। কারণ প্রাত্যহিক জীবনে এখন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সচেতনতার বিকল্প কিছু নাই।