নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন থেকে জসিম উদ্দিন (৩৫) নামে এক গরু চোরকে চারটি চোরাই গরুসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
[৩] পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে চরপার্বতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবুল কাশেমের নতুন বাড়ি থেকে চারটি গরু নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের সহযোগিতায় চোরাইকৃত গরুসহ চোর জসিমকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকায় রুহুল আমিনের ছেলে।
[৪] পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় টহলরত অবস্থায় ওসি মোঃ আরিফুর রহমানের নির্দেশে অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোরকে আটক করি। গরুর আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
[৫] তিনি আরও বলেন, শুক্রবার আটককৃত জসিমকে আদালতে সোপর্দ করার পর সে গরু চুরির বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে এ বিষয়ে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবদেন করা হবে।